• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

র‌্যাব-৮ এর অভিযানে জলদস্যু গ্রেফতার,অস্ত্র উদ্ধার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

র‌্যাব-৮ এর বিশেষ আভিযানে জলদস্যু সাইদুল ইসলাম হাওলাদারকে বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার ১১ নভেম্বর ২০১৯ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব  জানতে পারে যে,ইলিশ মৌসুমে জেলেদের অপহরণ ও চাঁদা আদায়ের জন্য জলদস্যু  সাইদুল ইসলাম হাওলাদার শহিদুল(৪০) পিতা- মৃত সৈয়জদ্দিন হাওলাদার পিরোজপুর জেলার সদর থানাধীন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। উল্লেখ্য ফেরিঘাট এর উত্তর-পশ্চিমে ইঞ্জিন চালিত অনেক মাছ ধরার নৌকা বাঁধা অবস্থায় থাকে। গোয়েন্দা তথ্য হতে জানা যায় জলদস্যুদল এই সকল নৌকা ডাকাতি কাজে ব্যহারের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান নেয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি রাত ১১.৪৫ ঘটিকায় উল্লেখিত স্থানে গোপনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদল পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা একজনকে আটক করে।

পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে, তারা ডাকাতি করার উদ্দেশ্যে শরণখোলা হতে এসেছে। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে সমগ্র এলাকা তল্লাশি করলে উক্ত স্থান হতে ০১ টি বিদেশী একনালা বন্দুক, ০২ টি দেশীয় একনালা বন্দুক,০২টি রামদা, ০৯ রাউন্ড গুলিসহ অন্যান্য ব্যবহার্য্য জিনিস পত্র উদ্ধার করা হয়।

আসামী সাইদুল ইসলাম হাওলাদারের নামে শরণখোলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।