• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

রোনালদো সারাদিন আয়না দেখে সময় কাটাতেন: ফোরলান

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  


সম্প্রতি পেশাদারি ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী দিয়েগো ফোরলান। ইউরোপে পেশাদারি ফুটবলের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছর কাটিয়েছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। যেখানে তিনি সতীর্থ হিসেবে পান তখনকার উঠতি তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ডেভিড বেকহামের মতো তারকাদের। 

এবার সেই সময়ের ওল্ড ট্রাফোর্ডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, বেকহাম ও রোনালদো নিয়ে কিছু তিক্ত এবং মজাদার স্মৃতি উগরে দিয়েছেন ফোরলান। ৪০ বছর বয়সী তারকা জানান, ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে অত্যন্ত ‘আত্মভিমানী’ ছিলেন, ‘যিনি সবসময় আয়নার সামনে থাকতে চাইতেন।’ 

অবশ্য ওল্ড ট্রাফোর্ডে রোনালদো কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা স্বীকার করেছেন ফোরলান। বেকহাম রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর তার ট্রেডমার্ক ‘সাত নাম্বার’ জার্সির উত্তরাধিকারী হয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার। পরে ২০০৩-০৯ সাল পযর্ন্ত রেড ডেভিলদের জার্সিতে খেলে সিআর সেভেনও নাম লেখান সান্তিয়াগো বার্নাব্যুতে। এরপর যোগ দেন জুভেন্টাসে। 

ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন স্যার ফার্গুসনের অধীনে নিজের জাত চেনান রোনালদো। সেই সময়ের তরুণ তুর্কী রোনালদোর স্মৃতি হাতড়াতে গিয়ে ফোরলান বলেন, ‘রোনালেদো ড্রেসিংরুমে অত্যন্ত আত্মভিমানী ছিলেন, বেকহামের মতো ছিলেন না তিনি। ক্রিস্টিয়ানো সবসময় আয়নার সামনে থাকতে চাইতেন। সে সারাদিন আয়না দেখে সময় কাটাতেন।’ 

ইউনাইটেডে নিজের শেষ মৌসুমে রোনালদোকে সতীর্থ হিসেবে পান ফোরলান। ২০০৪ সালে উরুগুইয়ান তারকা রেড ডেভিলদের ছেড়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে যোগ দেন। 

ফোরলান স্মৃতিচারণ করেছেন ইউনাইটেডের সাবেক কোচ স্যার ফার্গুসন এবং বেকহামের মধ্যে ঘটে যাওয়া আলোচিত দ্বন্দ্ব নিয়েও। ইংলিশ তারকার ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পেছনে এটিকে কারণে হিসেবে দেখেন তিনি। ফোরলান জানান, ২০০৩ সালে রোনালদোর পূর্বসূরী বেকহাম এবং স্যার ফার্গুসনের মধ্যে কুখ্যাত ‘হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট’ নিয়ে তর্ক লেগেছিল।

উরুগুইয়ান ফরোয়ার্ড স্মৃতি থেকে জানান, আর্সেনালের বিপক্ষে এফএ কাপে হারের পর স্যার ফার্গুসন ড্রেসিংরুমে বেকহামের দিকে একটি বুটে লাথি মারেন, সেই বুট ইংলিশ তারকার মুখে আঘাত করে এবং চোখের ওপর কেটে যায়। এর কয়েক মাস পর বেকহামকে রিয়ালের কাছে বিক্রি করে দেয় ইউনাইটেড। 

ফোরলান বলেন, ‘লকার রুমে ফার্গুসন এবং বেকহাম একজন আরেকজনকে অপমান করতে শুরু করেন। দুজনে একে অপরকে বাজেভাবে অপমান করতে থাকতে এবং তা আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছিল। ফার্গুসন আলোচনা শেষ হয়েছে এমন ভাব নিয়ে ওঠে যাচ্ছিলেন কিন্তু এরপরই বেকহাম কিছু একটা বলেন। কোচ (ফার্গুসন) ঘুরে দাঁড়িয়ে পড়ে থাকা একটি বুটে লাথি মারেন তার (বেকহাম) দিকে।’ 

‘আমরা দেখলাম রক্ত এবং ভাবলাম ‘না, এমন ঘটনা ঠিক নয়’। কিন্তু মুহুর্তের মধ্যে দেখলাম দুজনে মারামারির জন্য প্রস্তুত হচ্ছে। রয় কিন এবং ফন নিস্তলরয় তাদেরকে আলাদা করার জন্য ওঠে আসে।’