• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রক্তাক্ত ক্যামেরুনের স্কুল, ‘চূড়ান্ত বর্বরতা’ বলল জাতিসংঘ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি স্কুলে ঢুকে ৮ শিশুকে নিমর্মভাবে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আরও বেশ কয়েকজন শিশুর অবস্থা গুরুতর।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে হামলা চালায় সন্ত্রাসীরা। শনিবার ২৪ অক্টোবরের এই ঘটনায় সেখানে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসে। এরপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় হামলাকারী। এতে কোমলমতি খুদে শিক্ষার্থীদের রক্তে ভেসে যায় স্কুলের বেঞ্চ।

এতে এ পর্যন্ত ৮ শিশু নিহত মারা গেছে এবং গুরুতর জখম হয় অন্তত ১০ জন। এ সময় বিদ্যালয় ভবনের দ্বিতীয়তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আরও কয়েকজন শিশু আহত হয়।

হামলর সময় ইসাবেল ডায়োন নামের এক শিক্ষার্থী তার ১২ বছরে বোনকে ক্লাসে খুঁজতে গেলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার পাকস্থলী বেয়ে রক্ত ঝরছিল বলে রয়টার্সকে বলে ইসাবেল।

ইসাবেল জানায়, সে গুলিবিদ্ধ অবস্থায় ‘মা আমাকে বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিল। তার আওয়াজ পেয়ে ছুটে যায়। সৃষ্টিকর্তা তোমাকে বাঁচাবে বলে সান্ত্বনা দেই।

বন্দুকধারীর হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

কী কারণে এই হামলা চালিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি।

হামলার ঘটনাটি কুম্বা অঞ্চলে চলমান সরাকারি বাহিনী ও ইংরেজি ভাষাভাষী সশস্ত্র বাহিনীর মধ্যকার সংঘর্ষের সঙ্গে যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।

২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে ওই এলাকায় শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। এ ছাড়া এসব ঘটনার কারণে সেখানকার শিশুরা স্কুলে যেতে ভয় পায়, অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

এমন বর্বর হামলাকে জঘন্য ঘটনা অ্যাখা দিয়েছে জাতিসংঘ।