• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

মোদির জন্মস্থানে সিরিজ জিততে চায় মুশফিকরা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

দূষণের নগরী দিল্লি। দূষণের কারণে মুখে মাস্ক দিয়ে প্র্যাকটিস করেছিল লিটন দাস। দূষণের মধ্যেও বাংলাদেশের মানুষের কাছে গত রোববার দিল্লি হয়ে উঠেছিল প্রিয়। তার কারণ অবশ্য সবারই জানা। টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে ভারতকে হারায় টাইগাররা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দারুণ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য সিরিজ জয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মভূমিতেই সিরিজ নিশ্চিত করার স্বপ্ন দেখছেন মুশফিক-রিয়াদরা। দলের প্রতিনিধি হয়ে এই বার্তাই দিলেন তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

লেগস্পিনার হওয়ার সুবাদে স্কোয়াডের অন্য সদস্যদের চেয়ে এগিয়ে আছেন বিপ্লব। এই সিরিজের সব ম্যাচেই সুযোগ দেওয়া হতে পারে তাকে।

২০ বছর বয়সী এ লেগি দিল্লির ম্যাচে খুবই হিসাব-নিকাশ করে বোলিং করেছেন। ব্যাটসম্যান দেখে বল করায় সফল হতে পেরেছেন বলে জানান তিনি। তবে এ মুহূর্তে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলের সাফল্য বেশি নাড়া দিয়েছে তাকে। সিরিজ নিশ্চিত করতে রাজকোটে সমন্বিত পারফরম্যান্সের দিকেই ফোকাস করছেন তারা।

সিরিজে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। মঙ্গলবার সকালে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয় টাইগারদের অনুশীলন।

ক্রিকেটারদের মন এমনিতেই ভালো। সেখানে নতুন শহরের নির্মল বায়ু পেয়ে মনটা সবার আরও ভালো থাকার কথা। চোখের দেখায় খেলোয়াড়দের ভালোই মনে হয়েছে।

বাংলাদেশের ক্রিকেটারদের নানা কারণেই ভালো লাগবে নতুন শহরটি। এখানে নিরাপত্তার বাড়াবাড়ি নেই। দিল্লির মতো উদ্বেগ-উৎকণ্ঠায় পথ চলতে হবে না। ইচ্ছামতো পছন্দের খাবার খেতেও বাধা নেই। তবে ফুটপাতে দাঁড়িয়ে চা পানের যে আনন্দ, তা হয়তো ক্রিকেটাররা পাবেন না। কারণ তারা সেলিব্রেটি।

সেখানে চোখেমুখে ক্লান্তি বা হতাশার কোনও ছাপ নেই কারও। বরং টাইগার স্কোয়াডের প্রত্যেক সদস্যের প্রাণোচ্ছলতা দেখে মনে হয়, সোনালি চিলের ডানায় ভর করে দিল্লি থেকে গুজরাটের রাজকোটে উড়ে গেছেন তারা। সঙ্গে এনেছেন লাখো ভোল্টের আত্মবিশ্বাসের পাওয়ার হাউস। এই প্রাণশক্তি কাজে লাগিয়েই আগামী বৃহস্পতিবার ভারতকে আরও একবার হারাতে চান তারা।

সাইক্লোনে খেলা পরিত্যক্ত না হলে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি২০ ম্যাচটি ভালোই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা।