• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

মেয়র আতিকুল বললেন, ‘নো সরি, থানায় যাবে গাড়ি’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

সন্ধ্যা পেরিয়ে রাত নামছে সবে। এলইডি বাতির আলোয় আলোকিত রাজধানীর ব্যস্ত সড়ক। হঠাৎই দেখা গেল, উত্তরার ৪ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে বেশ যানজট। এখানে রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রেখেছেন এক প্রাইভেটকারচালক। এ কারণেই সৃষ্টি হয়েছে যানজট।

যানজটে থেমে আছে পেছনের গাড়িগুলো। এ অবস্থায় একটি গাড়ি থেকে নেমে রাস্তায় পার্কিং করা গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ততক্ষণে আশপাশে উৎসুক জনতার ভিড় লেগে গেছে।

দেখা গেল, গাড়ি থেকে নেমে যাওয়া ওই ব্যক্তি আর কেউ নন; ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এমন দৃশ্য দেখে আশপাশের জড়ো হওয়া মানুষের প্রশংসায় ভাসতে থাকেন তিনি।

চালককে উদ্দেশ্য করে মেয়র আতিকুল ইসলাম বলতে থাকেন, ‘রাস্তার মধ্যে গাড়ি রাখবেন আর এই শহরের মানুষ যানজটে কষ্ট পাবে, না কী? আমি কিছুই শুনতে চাই না, এই গাড়ি এখন থানায় যাবে। রাস্তায় গাড়ি রেখে জনগণকে কষ্ট দেবে? র‍্যাকার আসবে, গাড়ি থানায় যাবে। নো, নো সরি, থানায় যাবে গাড়ি।’

এমন জনসম্পৃক্ত কাজ দেখে সাধারণ পথচারীরা ধন্যবাদ জানান মেয়র আতিকুল ইসলামকে। পাশাপাশি তারা বলেন, ‘জনগণের সমস্যা সমাধানে এমন মেয়রই আমাদের জন্য যোগ্য।’

এ বিষয়ে মেয়র আতিকুলের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদ বলেন, ‘নগরবাসীকে শত জঞ্জাল এবং দুর্ভোগ থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেয়র। দিনরাত বিরাম নেই তার। নাগরিক জীবনের যেকোনো দুর্ভোগ নজরে এলেই সরাসরি অ্যাকশন। এমনই একটি ঘটনা ঘটলো আজ (বুধবার)।’

তিনি বলেন, ‘বনানীর নিজের কার্যালয় থেকে স্যার উত্তরার বাসায় ফিরছিলেন। পথেই ৪ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে এ ঘটনাটি ঘটে। রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রেখেছেন এক প্রাইভেটকারচালক। তার এ দায়িত্বজ্ঞানহীন আচরণে সড়কজুড়ে যানজট তৈরি হয়। আশপাশের লোকজন বারবার তাকে তাগিদ দিচ্ছেন। কিন্তু তিনি যেন নাছোড়বান্দা! অতঃপর স্যার সরাসরি নিজের গাড়ি থেকে নেমে এলেন। চালককে বললেন, রাস্তা দখল করে গাড়ি পার্কিং করবেন আর জনগণ কষ্ট করবে, এটা হতে পারে না। এ গাড়ি থানায় যাবে। মুহূর্তেই ছুটে এলো পুলিশ। সঙ্গে র‌্যাকারও। পরে চালক ক্ষমা চেয়ে পড়িমড়ি করে ছুট দিল।’

রিসাদ মোর্শেদ আরও বলেন, ‘সড়কে গাড়ি পার্কিং নিয়ে রাজধানীতে নৈরাজ্য চলছেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে দৃঢ়প্রতীজ্ঞ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। অবৈধভাবে দখল করা পার্কিংয়ের স্থানগুলো উদ্ধারে তিনি ইতোমধ্যেই জোর তৎপরতাও শুরু করেছেন।’