• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

মেসির ফেরার দিনে এগিয়ে যেতে চায় বার্সা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থার উন্নতি আনতে মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ ওসাসুনা। বিশ্রাম শেষ একাদশে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। বার্সার মাঠ ক্যাম্প ন্যু'তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত, কিন্তু লা লিগায় অবস্থা হতশ্রী। ইউরোপে টানা চার ম্যাচে জয় নিয়ে বার্সেলোনা নিশ্চিত করেছে নকআউট পর্ব। ঘরোয়া লিগে সেই দলটারই টেবিলের ১৩ নম্বরে থাকাটা কোনোভাবেই মানানসই না। শিরোপার লড়াইয়ে ফিরতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে রোনাল্ড কোম্যানের দলকে। ডায়নামো কিয়েভের বিপক্ষে দুর্দান্ত জয়ে হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে এসেছে কাতালান শিবিরে।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। ক্যাম্প ন্যুতে দু'জনেরই ফেরার খবর স্বস্তি দেবে সমর্থকদের। তবে লিওনেল মেসি এ মৌসুমে যেন নিজের ছায়ায় ঢাকা পড়ে আছেন। ১১ ম্যাচ খেলে করেছেন মাত্র ৬ গোল। তবে বিশ্রামে তরতাজা হয়েই মাঠে ফিরবেন মেসি, দেখা যাবে স্বরূপে, বিশ্বাস বার্সা কোচের।

বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বলেন, 'মেসির বিশ্রাম দরকার ছিলো। কারণ জাতীয় দল ও ক্লাবের হয়ে সে টানা ম্যাচ খেলেছে। সে যেন ইনজুরিতে না পরে সে দিকটিও আমাদের খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত বিশ্রাম হওয়ায় ওসাসুনার বিপক্ষে মেসি ও ডি ইয়ংয়ের কাছ থেকে সেরাটা পাব বলেই আমাদের বিশ্বাস। কারণ পয়েন্ট টেবিলে আমরা খুব একটা ভালো অবস্থায় নেই। এই অবস্থায় তিন পয়েন্ট খুবই প্রয়োজন আমাদের।'

সুখবর আছে আরও। ইনজুরি কাটিয়ে ফিরছেন উসমান ডেম্বেলে ও অভিজ্ঞ সার্জিও বুসকেটস। তবে টানা ম্যাচ খেলার ধকলে ক্লান্ত সার্জিনো ডেস্টকে এই ম্যাচে বিশ্রামে রাখার পরিকল্পনা কোচের।

বার্সা কোচ ঘোষণা দিয়েছেন পূর্ণ তিন পয়েন্ট চান এই ম্যাচ থেকে। তবে পয়েন্ট টেবিলে দু'দলই আছে সমান পয়েন্ট নিয়ে। এই দুই দলের সবশেষ দেখাতেও ওসাসুনাই জয় পেয়েছে। রোনাল্ড কোম্যানের দল লা লিগায় শেষ ৬ ম্যাচ পেয়েছে মাত্র একটি জয়। তাই গত মৌসুমের ফলাফলের পুনরাবৃত্তির স্বপ্ন দেখতেই পারে ওসাসুনা।