• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরিক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির চেষ্টাকালে ৪ কেন্দ্র থেকে মোট ৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটকৃতরা বগুড়া 'অন্বেশা অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে দুইজন, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজ থেকে একজন, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে এক পরিক্ষার্থীকে আটক করা হয়। তারা সবাই বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের পরীক্ষার্থী ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের কাছ থেকে সিমকার্ডযুক্ত ক্যালকুলেটর জব্দ করা হয়েছে। ওই ক্যালকুলেটরে সিম ব্যবহার করে উত্তর আদান-প্রদানের চেষ্টা করেন তারা। আটককৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র পরিদর্শক শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী জানান, জালিয়াতিতে আটককৃত সবাই বগুড়া থেকে এসেছিল।

প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রসহ নগরীর মোট ৩২টি কেন্দ্রে ‘এ’ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

এ বছর শাবিপ্রবিতে ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে মোট ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ভর্তিযুদ্ধে লড়েন ৪২ জন শিক্ষার্থী।