• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ছাড়াই অক্সিজেনের চাহিদা মিটাবে বুয়েট গবেষকদের ‘অক্সিজেট’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

করোনা পরিস্থিতিতে ১০ মাস কাজ করে সুখবর দিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বুয়েট) গবষকরা। তারা অল্প মূল্যের সিপ্যাপ (C-PAP) ভেন্টিলেটর ডিভাইস তৈরি করেছেন, যার নাম ‘অক্সিজেট’। যা করোনাসহ অন্যান্য শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের দেহে অক্সিজেনের চাহিদা পূরণ করবে।  

গবেষকরা হলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা সহকারী মীমনুর রশিদ, কাওসার আহমেদ ও ফারহান মুহিব। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কায়সার আহমেদ ও সাঈদুর রহমান। সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসান।

মীমনুর রশিদ বলেন, করোনা পরিস্থিতিতে সব হাসপাতালেই অক্সিজেনের চাহিদা বেড়েছে। বাড়ছে আইসিইউ সংকট ও বিদ্যুৎ সমস্যা। এমন পরিস্থিতিতে রোগীদের পাশে সহায়ক ভূমিকা পালন করবে ‘অক্সিজেট’। এই ‘অক্সিজেট’ ব্যবহারে লাগবে না বিদ্যুৎ সংযোগ। খরচ পড়বে মাত্র ২ হাজার টাকা। সিলিন্ডার কিংবা হাসপাতালের সাপ্লাই লাইন থেকেই হাইফ্লো অক্সিজেন সরবরাহ করা যাবে। এটি হতে পারে হাইফ্লো নজেল ক্যানোলার বিকল্প।

কাওসার আহমেদ বলেন, যন্ত্রটি বাতাস থেকে প্রাকৃতিক অক্সিজেন টেনে ভেতরে এনে সংরক্ষণ করবে। সিলিন্ডারের অক্সিজেনের সঙ্গে প্রাকৃতিক অক্সিজেন একত্র করে প্রায় ৬০ লিটার অক্সিজেন সরবরাহ করার মতো ক্ষমতা তৈরি করে। এই হাইফ্লো অক্সিজেন সিপ্যাপ মাস্কের মাধ্যমে রোগীকে দেয়া হয়৷ মাস্কটি এমনভাবে তৈরি যাতে লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলে রোগী সহজে অক্সিজেনের অভাব কাটিয়ে উঠতে পারে, নিঃশ্বাস নিতে পারে বুক ভরে। প্রত্যন্ত অঞ্চল ও যাত্রাপথে অ্যাম্বুলেন্সে স্বাস্থ্যসেবা দিতে পারবে। অন্যদিকে করোনা আক্রান্তদের অবস্থার অবনতি হলে উচ্চগতির অক্সিজেন প্রবাহ (high-flow) প্রয়োজন হয়। এরকম যন্ত্রের মধ্যে দেশে মূলত ‘হাই-ফ্লো নেজাল কেনোলা’ রয়েছে যা আইসিইউ’র বাইরে ব্যবহার করা সম্ভব। তবে এটি বেশ ব্যয়বহুল। 

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কায়সার আহমেদ বলেন, একটি সূক্ষ ভেঞ্চুরি ভালভের মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে অন্তত ৬০ লিটার/মিনিট গতিতে সরবরাহ করে। মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও দ্বৈত ফ্লো-মিটারের সাহায্যে প্রয়োজনে ১০০% পর্যন্ত অক্সিজেন কনসেন্ট্রেশন দিতে পারে। ‘অক্সিজেট’ রোগীদের সাধারণ ওয়ার্ডেই উচ্চগতির অক্সিজেন সেবা দিতে পারবে। তাই আইসিইউতে রোগী ভর্তির চাপ কমাবে। 

তিনি আরো বলেন, যন্ত্রটি অক্সিজেন সিলিন্ডারে ব্যবহার করলে রোগীর অক্সিজেন স্যাচুরেশন বাড়বে প্রায় ১২ ভাগ। যা রোগীর জন্য হতে পারে অনেক স্বস্তিদায়ক। ‘অক্সিজেট’ বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের উপর এটি ব্যবহার করা হচ্ছে৷ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী বলেন, করোনা যদি আরো ভয়ানক রূপ ধারণ করে তাহলে সারাদেশে এটির প্রয়োজন পড়বে। তখন এই যন্ত্রটিই হতে পারে আশার আলো। তখন আমরা অনেক মারাত্মক রোগীকে সেবা দিতে পারবো। এতে প্রাণ ফিরে পাবে অনেক রোগী। তাছাড়া আইসিইউয়ের সমস্যা কাটিয়ে তুলতে এই মেশিনের ভূমিকা অনস্বীকার্য।

বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসান বলেন, জরুরি ভিত্তিতে আরো ৫০টি ‘অক্সিজেট সিপ্যাপ’ তৈরি করা হচ্ছে। ট্রায়ালের তৃতীয় ধাপে প্রাথমিক সাফল্য পাওয়া গেলে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন সাপেক্ষে এবং স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় ট্রায়ালটি আরো বড় আকারে অন্যান্য হাসপাতালে করার পরিকল্পনা করা হচ্ছে। বিতরণ করা সম্ভব অন্যান্য হাসপাতালে।