• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিকাশ প্রতারক চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

ওয়েলকাম পার্টির প্রশিক্ষক ও বিকাশ প্রতারক চক্রের মাস্টারমাইন্ড মো. রিজাউল মাতুব্বরকে (৪২) গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সোমবার দারুস সালাম থানার উত্তর টোলারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সিআইডি’র বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত রিজাউল গত ১২ থেকে ১৩ বছর ধরে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছিল। সে ও তার সহযোগীরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এসব প্রতারণা করতো। তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন কোম্পানিসহ বিকাশ কোম্পানি থেকে লটারিতে গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পেয়েছেন বলে প্রলোভন দেখাতো। তাদের ফাঁদে যারা পা দিত তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত অর্থ। 

এছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে পরিচয় দিয়েও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতো চক্রটি।

সম্প্রতি চক্রটি আমেরিকা ও কানাডা ফেরত দ্বীন মোহাম্মদকে মোবাইলের মাধ্যমে রবি কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে লটারির মাধ্যমে গাড়ি-বাড়ি পেয়েছে বলে প্রলোভন দেখায়। পরে তার কাছ থেকে ১২২টি বিকাশ অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে পঞ্চান্ন লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে এ ঘটনায় খিলগাঁও (ডিএমপি) থানায়  একটি মামলা করেন দ্বীন মোহাম্মদ।

সিআইডি মামলাটি নেয়ার পর এ প্রতারক চক্রের সদস্যদের ও অবৈধ সিম বিক্রেতা রি-টেইলারসহ ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে ওয়েলকাম পার্টির প্রশিক্ষক, বিকাশ প্রতারক চক্রটির নেতৃত্বদানকারী রেজাউল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২টি মোবাইল ও ৩০টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়।