• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বিএসএমএমইউতে চালু হলো নাকডাকা ও স্লিপ ডিজঅর্ডারের রোগীর চিকিৎসা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলো স্লিপ ল্যাব। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ স্লিপের উদ্বোধন করেছেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে স্লিপ ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে নাকডাকা ও স্লিপ ডিসঅর্ডারে বা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবাকে আরো এগিয়ে নিতে ও গবেষণা কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্লিপ ল্যাবের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির জন্য সব ধরণের সহায়তা করা হবে।

সকাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৭মতলায় স্লিপ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী বলেন, স্লিপ ডিসঅর্ডার সমস্যাটি সারা বিশ্বে ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। যথাসময়ে স্লিপ ডিজঅর্ডার বা ঘুমের সমস্যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় না হলে এবং যথাযথ চিকিৎসা না হলে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হতে পারে বা এ ধরণের রোগের ঝুঁকি বেড়ে যায়। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসনের সহায়তায় স্লিপ ডিসঅর্ডার পরীক্ষা করার সর্বাধুনিক যন্ত্র পলিসমনোগ্রাম স্থাপন করা হয়েছে। এখানে রোগীরা স্বল্পমূল্যে এই পরীক্ষাটি করার বা স্লিপ স্টাডি করার সুবিধা পাবেন। খাদ্যাভাসে পরিবর্তন আনা এবং মোটা হয়ে যাওয়া থেকে নিজেক বিরত রাখার মাধ্যমে এই ধরণের সমস্যা ও রোগটি প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলেন, বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগে নাক, কান ও গলার বিভিন্ন সমস্যা ও রোগে ভোগে রোগীদের আধুনিক উন্নত ও সেবা দেয়া হচ্ছে। বর্তমান প্রশাসনের সহায়তায় এই বিভাগের উন্নতি ও সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এডিনয়েড (অফহড়ুবফ) জনিত স্লিপ ডিসঅর্ডারে থাকলে সেসকল রোগীর অপারেশনের পূর্বে স্লিপ স্টাডি করা প্রয়োজন। স্লিপ ল্যাব চালু হওয়ায় তারা এই পরীক্ষাটি সহজেই করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, উক্ত বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবুল হাসনাত জোয়ারদার, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. মোঃ মনজুরুল আলম, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. নাসিমা আখতার, অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা প্রমুখসহ ওই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান স্লিপ ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা, স্লিপ স্টাডি ও ল্যাবের সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।