• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির সিদ্ধান্ত আসে দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

তথমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশ থেকে বিএনপিকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তাতে দলের মধ্যে গণতন্ত্র বলে কিছু নেই। এখানে স্থায়ী কমিটির সদস্যরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। সিদ্ধান্ত আসে লন্ডন থেকে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি একটি স্থায়ী বটগাছ। এই বটগাছের নিচে মানুষ আসবে বিশ্রাম নিয়ে চলে যাবে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তাদের দল থেকে সম্প্রতি বেশ কয়েকজন সিনিয়র নেতা চলে গেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, গয়েশ্বর বাবু নিজেই কখন বিএনপির বট গাছের নিচ থেকে চলে যায়, সে প্রশ্ন এখন অনেকেই তুলেছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি থেকে তাদের সিনিয়র নেতারা দল ত্যাগ করে চলে যাচ্ছেন। এই ছেড়ে যাওয়ার তালিকায় আরো অনেকেই আছে। সেগুলো বিএনপি সামনে দেখতে পাবে।  

তিনি বলেন, এই হতাশাজনক পরিস্থিতিতে গয়েশ্বর বাবু নিজের হতাশা কাটানোর জন্য এই ধরনের কথা বলেছেন। তারা যে নেতিবাচক রাজনীতি করে তাতে দল থেকে এভাবে নেতারা চলে যাওয়া থামাতে পারবে না।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওআইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা মামলা করেছে। সম্প্রতি ওআইসি’র মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

রোহিঙ্গাদের বিতাড়িত করা এবং তাদের বিরুদ্ধে যে মানবতবিরোধী অভিযোগ এসেছিল সেই পরিপ্রেক্ষিতে ওআইসির সিদ্ধান্তক্রমে মামলাটি হয়েছে। এতে মিয়ানমারের উপর চাপ বাড়বে।