• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি ভারতবিরোধী রাজনীতিতে অভ্যস্ত: হাছান মাহমুদ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি নেতাদের করা সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভারতবিরোধী রাজনীতি চালিয়ে যেতে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য ভারতবিরোধী বক্তব্য দিতে অভ্যস্ত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে শনিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে পানি দেয়নি। কিন্তু বিএনপি নেতারা ফেনী নদীর পানি ইস্যু নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। খালেদা জিয়া তো ভারত সফরে গঙ্গা নদীর পানির হিস্যা নিয়ে কথা বলতেই ভুলে গিয়েছিলেন। তাদের (বিএনপি) পানির ইস্যু নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।

হাছান মাহমুদ বলেন, ভারত আগে থেকেই ফেনী নদী থেকে পান করার পানি নিয়ে ব্যবহার করে আসছিল, যা মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। এখন বাংলাদেশ সরকার এটিকে একটি কাঠামোর আওতায় নিয়ে এসেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি তাঁকে বলতে চাই, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখুন। আওয়ামী লীগ চায় দেশের রাজনীতিতে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব ধরে রাখুক। আমরা সব সময়ই শক্তিশালী বিরোধী দল চাই। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন।’

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে মন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চাকরির জন্য পৃথক গাইডলাইন প্রণয়ন করা দরকার।

সভায় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।