• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

বাবুগঞ্জে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

 

বাবুগঞ্জে সাইবার ক্রাইম ও গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত শিক্ষার্থীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অঙ্গীকারের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও সাইবার অপরাধে না জড়ানোর জন্য শপথ করানো হয়েছে। রোববার এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেন, পিপিএম-সেবা। রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু জাফর শিকদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি মাহবুব-উল-আলম। এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী রানী কুন্ডু, ম্যানেজিং কমিটির সদস্য কামরুল হাসান ও দলিল উদ্দিন মোল্লা। এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করে মেহেরুন নেসা, লামিয়া আক্তার, মারুফ বিন লতিফ, আবদুল্লাহ আল পিয়াল, পূজা গাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএমপির উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন বলেন, ‘দেশবিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে। তবে অনেকে অজ্ঞতার বশেই সেগুলো বিশ্বাস করছে এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে নিরীহ। মেয়েকে স্কুলে ভর্তির খবর নিতে যাওয়া ঢাকার রেনু বেগমের মতো এক মাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। যারা গুজব ছড়িয়ে এই খুন করছে তাদের নিস্তার নেই। অনেককে গ্রেফতার করা হয়েছে। গুজব সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’ মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে এসময় রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল লতিফ হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের সম্পাদক রোকনুজ্জামান মিয়া, রেজাউল ইসলাম খান, প্রভাষক রিপন কুমার ঘরামি, হারুন-অর-রশিদসহ শিক্ষকমন্ডলী, সাংবাদিক, সুধীজন ও প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।