• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বানারীপাড়ায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ৭ জন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ মার্চ ২০২১  

বরিশালের বানারীপাড়ায় আসন্ন ইউপি নির্বাচনে ৭ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা হলেন বানারীপাড়া সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.জলিল ঘরামী, ইলুহারে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিশারকান্দিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, বাইশারীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, চাখারে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উদয়কাঠিতে বর্তমান চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননী ও সলিয়াবাকপুরে সিদ্দিকুর রহমান মাষ্টার।

প্রথম ধাপে বানারীপাড়া উপজেলার অপর ইউনিয়ন সৈয়দকাঠিতে নির্বাচন না হওয়ায় সেখানে আওয়ামী লীগের প্রার্থী এখনও চুড়ান্ত করা হয়নি। গত ৩ মার্চ তফসিল ঘোষণার আগে বানারীপাড়া উপজেলার ওই ৭টি ইউপি এবং (নির্বাচন না হওয়া সৈয়দকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ৯০ জন প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দিয়েছিলেন। জানাগেছে পরে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) ও সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মো. ইউনুসসহ শীর্ষ নেতাদের কাছে ৮ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আবেদন জমা দেন উপজেলা আওয়ামীলীগ। এর প্রেক্ষিতে ১০মার্চ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এউপজেলার ৭টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বানারীপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ও ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।