• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বাংলায় এলিয়েনের কাছে বার্তা পাঠালো নাসা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

শিরোনাম পড়ে হয়তো নিজেকেই প্রশ্ন করছেন, এলিয়েনদের মধ্যেও কি বাঙালি আছে? হ্যাঁ কিংবা না—উত্তর যা-ই হোক, বাংলায় এলিয়েনের কাছে বার্তা পাঠিয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা জানতে চেয়েছেন, ভিন গ্রহবাসী কী বাংলা ভাষা বুঝতে পারবে? তবে এর উত্তর এখনও মিলেনি।

ঘটনাটি ১৯৭৭ সালের। তবে এ বিষয়ে গবেষণা এখনও চলছে। অবশ্য এর আগে এলিয়েনের খোঁজ পেতে মরিয়া বিজ্ঞানীরা। নাসার গবেষকেরা বলেছেন, এ সৌরজগতে আমরাই শুধু নই, আমাদের জানাশোনার বাইরে অন্য কোথাও প্রাণের উদ্ভব ঘটতে পারে। নাসা তা প্রমাণ করার খুব কাছে চলে এসেছে।

অনেকেই এলিয়েনদের খুঁজে পাওয়া কিংবা তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিছকই বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয় বলেই মনে করেন। বিজ্ঞানীরা সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের ভুল ভাঙাতে চাচ্ছেন। মূলত বাংলায় বার্তা পাঠানোটা একটা টোপ ছিল মাত্র। শুধু বাংলা নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষ ও সংস্কৃতি ও যুগ থেকে নির্বাচিত সংগীত এবং বিশ্বের ৫৫টি ভাষায় সম্বোধন রেকর্ড করা হয়। এর মধ্যে হিন্দি, পাঞ্জাবি, কন্নড, মারাঠি ভাষাও রয়েছে।

 

ভয়েজারে দুটিতে রয়েছে সোনালি চাকতি

ভয়েজারে দুটিতে রয়েছে সোনালি চাকতি

 

এলিয়েনকে পাঠানো ওই বাংলা বার্তায় লেখা ছিল, ‘নমস্কার, বিশ্বে শান্তি হোক’। খাতা-কলমে লেখা ছাড়াও মানুষের হৃৎস্পন্দন, বৃষ্টির শব্দ ও বিভিন্ন যন্ত্রের আওয়াজ রেকর্ড করে পাঠানো হয়। উন্নত মানের অডিও শোনাতে এ পদক্ষেপ নিয়েছে তারা। অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, তাজমহলসহ উপমহাদেশের বেশ কিছু জনপ্রিয় জায়গার ছবিও তুলে পাঠানো হয়।

প্রয়াত প্রখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, জনপ্রিয় লেখক কার্ল সেগান এ অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন। তার নেতৃত্বে পাঠানো ভয়েজারে দুটিতে রয়েছে সোনালি চাকতি। বিজ্ঞানীরা এদের গোল্ডেন রেকর্ড বলে ডাকেন। ৩০ সেন্টিমিটার ব্যাসার্ধের এ থালা মূলত সোনায় মোড়ানো কপার নির্মিত ফোনোগ্রাফ। কার্ল সেগানের কথায়, এ মিশনের মাধ্যমে মানব সভ্যতা সম্পর্কে জানতে পারবে এলিয়েনরা। 

১৯৭৭ সালের ২০ আগস্ট ভয়েজার ২ ও ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ উৎক্ষেপণ করে নাসা। যান দুটি এখন পৃথিবী থেকে এতটাই দূরে, অন্যকোনো যান এগুলোর ধারে-কাছেও নেই। এর মধ্যে ভয়েজার ১ পৃথিবী থেকে এক হাজার ২০০ কোটি মাইল দূরে অবস্থান করছে। এগুলো এখনও বিজ্ঞানীদের নজর এড়ায়নি। যেভাবে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তারা উঠেপড়ে লেগেছেন এ দশকের মধ্যে লক্ষ্য অর্জন করে ফেলা অসম্ভব বলে মনে হচ্ছে কী? দেখা যাক!