• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। ইনিংসের শুরুর দিকে জিম্বাবুয়েকে যেভাবে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশ, এরপর সেটা ধরে রাখতে পারেননি টাইগাররা। ৯.৩ ওভারে ৫ উইকেটে ৬৩ রান করা জিম্বাবুয়ে, পরের ৮.৩ ওভারে তুলে নেয় ৮১ রান।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে সম্মানজনক স্কোর উপহার দেন রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে তিনি টিনোটেন্ডা মুটুমবদজিকে সঙ্গে নিয়ে নিয়ে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন। ইনিংসের ১৬তম ওভারে সাকিব আল হাসানের বলে তিনটি ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন রায়ান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাইজুল ইসলাম।

টেস্ট স্পেশালিস্ট বোলার হিসেবে খ্যাতি পাওয়া বাঁহাতি এ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে থার্ডম্যানে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দেন ব্রান্ডন টেইলর। তার বিদায়ে ১.১ ওভারে দলীয় ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের।

এর আগে প্রথম ওভারে ৭ রান খরচ করেন সাকিব আল হাসান। তার করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ছিলেন টেইলর।

ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ক্রেইগ আরভিনকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিডউইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ তুলে দেন আরভিন। ৬.৪ ওভারে দলীয় ৫১ রানে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের এই তারকা ব্যাটসম্যান। তার আগে ১৪ বলে ১১ রান করেন আরভিন।

এরপর ১২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে খেলায় রাখেন তিনি। সাইফউদ্দিনের বলে সাব্বির রহমান রুম্মনের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৩৪ রান করেন মাসাকাদজা।

ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই মোসাদ্দেক হোসেন সৈকতের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন শন উইলিয়ামস। মোস্তাফিজের বলে রান আউট হয়ে ফেরেন টিমিকেট মারুমা। তার বিদায়ে ৯.৩ ওভারে দলীয় ৬৩ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালান রায়ান বার্ল। তার ৩২ বলের অপরাজিত ৫৭ রানে ভর করে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে সর্বোচ্চ ৪৯ রান খরচ করেন সাকিব। তিনি কোনো সাফল্য পাননি।

রায়ান বার্লের ব্যাটে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে। সাকিব আল হাসানের করা ইনিংসের ১৬তম ওভারে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান।

সাকিবের ওই ওভারে তিন ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন রায়ান। এই ওভারেই ২৮ বলে ফিফটি গড়েন তিনি। নিজের ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথম ফিফটি গড়েন রায়ান। তার ব্যাটিং তাণ্ডবে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। টাইগারদের বিপক্ষে সম্মানজনক স্কোর গড়তে চেষ্টা করে যাচ্ছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তিনি। টেস্ট স্পেশালিস্ট বোলার হিসেবে খ্যাতি পাওয়া বাঁহাতি এ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে থার্ডম্যানে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দেন ব্রান্ডন টেইলর। তার বিদায়ে ১.১ ওভারে দলীয় ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের। এর আগে প্রথম ওভারে ৭ রান খরচ করেন সাকিব আল হাসান। তার করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ছিলেন টেইলর।

ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ক্রেইগ আরভিনকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিডউইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ তুলে দেন আরভিন। ৬.৪ ওভারে দলীয় ৫১ রানে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের এই তারকা ব্যাটসম্যান। তার আগে ১৪ বলে ১১ রান করেন আরভিন।

এরপর ১২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে খেলায় রাখেন তিনি। সাইফউদ্দিনের বলে সাব্বির রহমান রুম্মনের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৩৪ রান করেন মাসাকাদজা।

ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই মোসাদ্দেক হোসেন সৈকতের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন শন উইলিয়ামস। মোস্তাফিজের বলে রান আউট হয়ে ফেরেন টিমিকেট মারুমা। তার বিদায়ে ৯.৩ ওভারে দলীয় ৬৩ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

পূর্ব নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে।

এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সবশেষ জয় পায় প্রায় তিন মাস আগে।

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।