• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বরিশালে ৬টি আসনেই দলীয় প্রার্থীর মনোনয়ন চায় স্থানীয় আওয়ামীলীগ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনেই দলীয় প্রার্থীর মনোনয়ন চায় স্থানীয় আওয়ামী লীগ। আ’লীগের নেতৃবৃন্দ দাবি করেছেন, মহাজোটের জটে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জোটের আসনেও আ’লীগের প্রার্থী দেয়া দরকার। আসন্ন নির্বাচনে কোনো দুর্নীতিবাজ, জনবিচ্ছিন্ন, বহিরাগত নেতাকে এমপি প্রার্থী না দেয়ারও আহ্বান জানিয়েছেন নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও মহানগর আ’লীগের বিশেষ বর্ধিত সভায় নেতারা এমন মন্তব্য করেছেন। সভায় কেন্দ্রভিত্তিক সুরক্ষা কমিটি গঠন ও দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বর্ধিত সভার বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমমদাদুল হক দুলাল বলেন, ‘‘দীর্ঘ বছর আ’লীগের প্রার্থী দেয়া হয়নি এ আসনে (বরিশাল-৩)। এখানে আ’লীগের প্রার্থী চাই। সারাদেশে মহাজোটের প্রার্থী দেয়া হলেও এখানে যেন আ’লীগের নেতাদেরই মনোনয়ন দেয়া হয়।” তিনি কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেয়ার প্রতিও আহ্বান জানান। বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, ‘‘মহাজোটের জট থেকে আমরা মুক্তি চাই। বাকেরগঞ্জে আ’লীগ থেকে এমপি প্রার্থী দিন।” মেহেন্দিগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, এ উপজেলায় দলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে গেছে। নানা কারণে নেতাকর্মীরা উপেক্ষিত। যেকারণে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে যোগ্য এমপি প্রার্থী দেয়া দরকার। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, স্থানীয় নেতাদের মধ্য থেকে বরিশাল-২ আসনে এমপি প্রার্থী দেয়া প্রয়োজন। সভার সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, বরিশাল জেলার সকল উপজেলার জনপ্রতিনিধি আ’লীগের। তিনি সব আসন গুছিয়ে রেখেছেন। এখন প্রার্থীদের বিজয়ী করার দায়িত্ব তাদের। তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস এমপি, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাহাঙ্গীরসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, চেয়ারম্যান ও পৌর মেয়রগণসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানতে চাইলে সভায় উপস্থিত মহানগর আ’লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, নেতাদের বর্ধিত সভায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, যারা বিতর্কিত কর্মকা-ে জড়িত ছিলেন, জনবিচ্ছিন্ন এমন নেতাকে এমপি প্রার্থী না করার জন্য সভায় নেতৃবৃন্দ দাবি করেছেন। এমনকি মহাজোটের শরিকদের আসনেও আ’লীগের প্রার্থী চাওয়া হয়েছে। মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেন, বর্ধিত সভায় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেন্দ্র সুরক্ষা কমিটি করতে বলা হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মীবান্ধব প্রার্থীকে মনোনয়ন দেয়ারও দাবি জানানো হয়েছে। এব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বর্ধিত সভায় নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মহাজোটের আসনে স্থানীয় আওয়ামী লীগ দলীয় প্রার্থী চাইলেও এর সিদ্ধান্ত দেবে দলের হাইকমান্ড। কেউ কেউ এলাকার প্রার্থী চেয়েছেন। তাদের মতামতও দল দেখবেন।

উল্লেখ্য গেল বরিশাল সিটি নির্বাচনে আ'লীগ প্রার্থীর গলার কাটা হয়েছিল মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির প্রার্থী