• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ১০টি চোরাই ব্যাটারি উদ্ধার, চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

চোরাই ব্যাটারিসহ বরিশাল নগরীর রুপাতলী এলাকার ২ ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় আব্দুল্লাহ (২০) নামের এক চোরকেও গ্রেপ্তার করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি টিম শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই ব্যবসায়ী আলমগীর মোল্লা (৪৫) এবং রুবেল হোসেন (২৭) রুপাতলী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়- সাম্প্রতিকালে শহরের রুপাতলীসহ আশপাশ এলাকার একাধিক অটোরিকশার ব্যাটারি রাতের আধারে চুরি হয়ে যায়। একইভাবে ইশা খাঁ সড়কের বাসিন্দা অটোচালক বাদশা প্যাদার গাড়ি থেকেও ব্যাটারি উধাও হয়ে গেলে তিনি বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করেন। শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ারের নেতৃত্বে একটি টিম চোরাই ব্যাটারি উদ্ধারে অভিযান শুরু করে।

একপর্যায়ে বরিশাল শহরের সাগরদী ব্রাঞ্চরোড নাপিতপাড়া এলাকা থেকে এই ব্যাটারি চুরির অভিযোগে আব্দুল্লাহ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলে বেড়িয়ে আসে পুরো রহস্য। জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার করে স্থানীয় রাজু মিয়া, বাদশা প্যাদা এবং মালেক ডাক্তারের অটোরিকশার ব্যাটারি সে চুরি করে এবং তা রুপাতলী এলাকার ভাঙারি ব্যবসায়ী আলমগীর মোল্লা এবং রুবেল হোসেনের কাছে বিক্রি করে।

এসআই দেলোয়ার হোসেন জানান, ওই রাতে আব্দুল্লাহ’র স্বীকারোক্তিতে রুপাতলীতে অভিযান চালিয়ে দুই ভাঙারি ব্যবসায়ী আলমগীর ও রুবেলকে গ্রেপ্তার করেন। এবং তাদের হেফাজত থেকে অটোরিকশার অন্তত ১০টি ব্যাটারি উদ্ধার করেন। ধারণা, ব্যাটারিগুলো শহরসহ আশপাশ এলাকা থেকে চুরি করে এনে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় দুই ব্যবসায়ীসহ চোর আব্দুল্লাহকে হস্তান্তর করে একটি মামলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এসআই দেলোয়ার হোসেন।