• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বরিশালে বই উৎসবে ১ কোটি ৬৮ লাখ নতুন বই

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

বরিশালে ২০২০ সালের শিক্ষাবর্ষের বই উৎসবে (১ জানুয়ারি) মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী (মাদ্রাসার প্রাথমিক স্তর) পর্যায়ে ১ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৭২২ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। বরিশাল অঞ্চলের ৬ জেলার ২ দুই হাজার ৭৭৪ শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-মাদ্রাসা) ১ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৪১২ জন শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (আঞ্চলিক কার্যালয়, বরিশাল) বলছে, বরিশাল জেলায় ৬৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক পর্যায়ে ৩০ লাখ ৮২ হাজার ৯৩০ কপি, এসএসসি ভোকেশনালে ৪৮ হাজার ৮৩৫ কপি, দাখিল পর্যায়ে ৮ লাখ ৩৩ হাজার ৩০০ কপি ও দাখিল ভোকেশনালে ৩ হাজার ৭০০ কপি, এবতেদায়ীতে ৪ লাখ ২১ হাজার ৯০০ কপি, ইলিশ ভার্সনে ৬ হাজার ৭৩১ কপি, কারিগরিতে (ট্রেড) ১৮ হাজার ৪৮৪ কপি ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৪৮১ কপি নতুন বই বিতরণ করা হবে।

পটুয়াখালী জেলায় ৪৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক পর্যায়ে ১৭ লাখ ৮৭ হাজার ৬০৯ কপি, এসএসসি ভোকেশনালে ৬৯ হাজার ২২০ কপি, দাখিল পর্যায়ে ৮ লাখ ১৩ হাজার ৯২৫ কপি ও এবতেদায়ীতে ৪ লাখ ৩৫ হাজার ১৪০ কপি, ইলিশ ভার্সনে ২ হাজার ১৫ কপি, কারিগরিতে (ট্রেড) ২৪ হাজার ৩১০ কপি নতুন বই বিতরণ করা হবে।

পিরোজপুর জেলায় ৪৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক পর্যায়ে ১১ লাখ ৯১ হাজার ৩৪২ কপি, এসএসসি ভোকেশনালে ৩২ হাজার ২২৬ কপি, দাখিল পর্যায়ে ৪ লাখ ৮৩ হাজার ৪০০ কপি ও এবতেদায়ীতে ২ লাখ ৬১ হাজার ৮৭০ কপি ও কারিগরিতে (ট্রেড) ১২ হাজার ৩৮৩ কপি নতুন বই বিতরণ করা হবে।

ঝালকাঠি জেলায় ৩৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক পর্যায়ে ৯ লাখ কপি, এসএসসি ভোকেশনালে ৩০ হাজার ৪১০ কপি, দাখিল পর্যায়ে ২ লাখ ৯৩ হাজার ৪৩৫ কপি ও এবতেদায়ীতে ১ লাখ ৭০ হাজার কপি ও কারিগরিতে (ট্রেড) ১০ হাজার ১৮১ কপি নতুন বই বিতরণ করা হবে।

বরগুনা জেলায় ৩১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক পর্যায়ে ১১ লাখ ৪০ হাজার ৩৬০ কপি, এসএসসি ভোকেশনালে ৩৩ হাজার ৫৬৫ কপি, দাখিল পর্যায়ে ৪ লাখ ৬২ হাজার ৭৭৮ কপি ও এবতেদায়ীতে ২ লাখ ৩৫ হাজার ৭৫২ কপি, ইলিশ ভার্সনে ১ হাজার ৪৫০ কপি, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৭০ কপি ও কারিগরিতে (ট্রেড) ১০ হাজার ৭১০ কপি নতুন বই বিতরণ করা হবে।

ভোলা জেলায় ৫১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ ৮ হাজার ৯৮৬ কপি, এসএসসি ভোকেশনালে ৪৫ হাজার ১০০ কপি, দাখিল পর্যায়ে ১১ লাখ ৮৮ হাজার ৩৮ কপি ও এবতেদায়ীতে ৭ লাখ ৩৫ হাজার ৯২৬ কপি ও কারিগরিতে (ট্রেড) ১৭ হাজার ১২০ কপি নতুন বই বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন কে বলেন, বর্তমান সরকার ১ জানুয়ারিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিচ্ছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করছে। কেননা, পৃথিবীর কোন দেশে বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির নেই।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।