• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বরিশালে পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

বরিশালে পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর বান্দ রোডের হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও বরিশাল বিশ্ববিদ্যায় (ববি)।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইইউসিএনর কনসালটেন্ট ও ববির কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক। এসময় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইউসিএনর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং ফরেস্টি স্পেশালিস্ট রাজিব মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ড. মো. আলমগীর হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের মতো উপকূলীয় এলাকায়ও পানির উৎস ক্ষীণ হয়ে যাচ্ছে। এতে কৃষি, মৎস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। এ অবস্থায় গবেষণার মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার জন্য এ বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে টেকসই পানি ব্যবস্থাপনায় সরকারের কাছে একটি সুপারিশমালা প্রণয়ন করা হবে বলেও জানান ড. হাফিজ আশরাফুল হক।