• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বরিশালে পঞ্চম দিনে দেড় কোটি টাকার কর আদায়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

বরিশাল বিভাগ কর অঞ্চলে জাতীয় আয়কর মেলার পঞ্চম দিনে সর্বমোট দেড় কোটি টাকার কর আদায় করা হয়েছে।

বিভাগের ৬টি জেলা সদর ও ৩টি উপজেলা সদরে চলছে এ আয়কর মেলা। এর মধ্যে বিভাগীয় শহর বরিশালে ৭ দিন ব্যাপী হলেও বাকি ৫ জেলায় ৪ দিন, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, পিরোজপুরের নেছারাবদ, ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় ২ দিন করে কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল।  

এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ও ঝালকাঠির নলছিটি পৌরসভা মিলানায়তনে কর মেলা শুরু হয়েছে। অপরদিকে ঝালকাঠি ও পটুয়াখালীর ৪ দিনব্যাপী কর মেলা ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় ২ দিনব্যাপী কর মেলার সমাপ্তি ঘটেছে।

এদিকে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে কর মেলা শুরু হয় রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে।

বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, পঞ্চম দিনে বিভাগীয় শহর বরিশালের মেলায় ৫৬ লাখ ৫৫ হাজার ৭২৮ টাকার আয়কর আদায় হয়েছে। পাশাপাশি চতুর্থ দিনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৬৫১ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৬৭ জন। মোট সেবাগ্রহণ করেছেন ৬ হাজার ৫৩২ জন।  

এছাড়া সোমবার বরিশাল কর অঞ্চলের আওতায় ঝালকাঠিতে মেলার শেষ অর্থাৎ চতুর্থ দিনে ১২ লাখ ১ হাজার ১৪২ টাকার আয়কর আদায় হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩৬৬ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩০ জন। মোট সেবাগ্রহণ করেছেন ১ হাজার ২৩৩ জন।  

একইদিনে পটুয়াখালীতে মেলার শেষদিন ১৬ লাখ ২১ হাজার ৩৪১ টাকার আয়কর আদায় হয়েছে।  রিটার্ন জমা দিয়েছেন ৫০৮ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৭ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ১ হাজার ২৩২ জন।  

অপরদিকে পিরোজপুরে মেলার তৃতীয় দিন ১৯ লাখ ৪৩ হাজার ৬৮২ টাকার আয়কর আদায় হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৫৫৩ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩০ জন। মোট সেবাগ্রহণ করেছেন ১ হাজার ৭৩২ জন।  

বরগুনায় মেলার তৃতীয় দিন ১৬ লাখ ১ হাজার ১৪০ টাকার আয়কর আদায় করা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪৪৮ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৭ জন। মোট সেবাগ্রহণ করেছেন ১ হাজার ৭২৩ জন।  

ভোলায় মেলার দ্বিতীয় দিন ১১ লাখ ৯৭ হাজার ৫০২ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩৮২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২০ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ১ হজার ৪৭২ জন।  

এছাড়া পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মেলার দ্বিতীয় অর্থাৎ শেষদিন সোমবার ৬ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩৫৩ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ২০ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪০৯ জন।  

ভোলার লালমোহন উপজেলায় মেলার প্রথমদিন সোমবার ৫ লাখ ২৪ হাজার ৭৭৮ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৭৬ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩০ জন। মোট সেবাগ্রহণ করেছেন ২৩০ জন।  

ঝালকাঠির নলছিট উপজেলায় মেলার প্রথমদিন সোমবার ২ লাখ ৫৯ হাজার ৩২৬ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২০৭ জন করদাতা। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪৯০ জন।  

সব মিলিয়ে গোটা বরিশাল কর অঞ্চলে সোমবার মোট ১ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৪ হাজার ৬৪৪ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২২৪ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ১৫ হাজার ৫৩ জন।  

১৪ নভেম্বর থেকে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা করা হয়েছে। নাগরিকরা এসব থেকে প্রয়োজনীয় যে কোনো ধরনের সেবা পাচ্ছেন।