• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ মে ২০২০  

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার। 

বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের থেকে ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে এবারে মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৭০ শতাংশে। পাশাপাশি ২০১৮ সালের থেকে এ বছরে ২৯৪টি জিপিএ-৫ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ জনে।

এ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩১ জন, আর মানবিক বিভাগে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে পেয়েছে ১৩২ জন।

বিগত সময়ের চেয়ে এ বছরে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন। যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০ জন এবং ছাত্রী ছিল ৫৬ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

অপরদিকে গত বছর ৫ হাজার ৮১৫ জনের পরীক্ষার্থী কম অংশগ্রহণ করে। যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ছিল ৫৪ হাজার ২২ জন। এদের মধ্যে পাস করেছিল ৭২ হাজার ৫৩৫ জন।

এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ১০৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিল ৯৫ জন।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৩ হাজার ৬৫৯ জন। মানবিক বিভাগে ৬৪ হাজার ২৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৭ হাজার ৯১৬ জন। বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৮ হাজার ৪১ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের থেকে ফলাফল ভালো হয়েছে, তবে অন্যান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে গণিত ও ইংরেজিতে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো হবে।