• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

বরিশাল নগরীতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

প্রতি বছর বর্ষায় জলাবদ্ধতার শিকার হয় বরিশাল নগরবাসী। জোয়ারের পানি এবং অতিবৃষ্টির পানি আটকে থাকে দীর্ঘক্ষণ। এতে নগরবাসীর চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে বর্ষা সামনে রেখে বরিশাল নগরীর খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করেছে সিটি করপোরেশন। 

সোমবার বেলা ১১টায় নগরীর চৌমাথা বাজার সংলগ্ন নবগ্রাম খালের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

উদ্বোধন শেষে মেয়র বলেন, বরিশালের খালগুলোর বেশির ভাগ নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক খাল নাব্যতা হারিয়েছে। কোনওটা অবৈধভাবে দখল হয়ে গেছে। খাল সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষার সময় কিংবা জোয়ারের পানি প্রবেশ করলে নগরীর বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাটু পানির নিচে থাকে বিভিন্ন এলাকা। 

এ কারণে নগরবাসীকে জলবদ্ধতার হাত থেকে রক্ষায় এবার বর্ষার আগেই খালগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যাতে বর্ষার সময় কিছুটা হলেও আটকে পড়া পানি নিষ্কাশন হতে পারে।

সোমবার থেকে শুরু হওয়া এই পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম মাসব্যাপী চলবে।

উদ্বোধনকালে বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

নগরীর ৪১টি খাল পুনঃখনন, তীর সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য প্রায় ২ হাজার ৪শ’ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে বলে জানিয়েছেন মেয়র।