• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধ থাকা ৫ সঞ্চয়পত্রেও লাভ দিচ্ছে সরকার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১  

জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করতে এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে সংগ্রহ করার লক্ষ্যে সঞ্চয়পত্র চালু হয়। সময়ের সাথে সাথে ওঠানামা করেছে এর সুদের হার, একই সঙ্গে বেড়েছে বিনিয়োগ। তবে সঞ্চয়পত্রের বিভিন্ন স্কিমের মধ্যে কয়েকটি সঞ্চয়পত্র বন্ধ করেছে সরকার। তার মধ্যে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের অনুকূলে রাখা অর্থের বিপরীতে এখনো লাভ দেয়া হচ্ছে।

সঞ্চয়পত্র অধিদফতর জানায়, ১০ ধরনের সঞ্চয়পত্রের মধ্যে পাঁচ ধরনের সঞ্চয়পত্র বন্ধ করে দেয়া হয়েছে। এসব সঞ্চয়পত্র বন্ধ করে দেয়া হলেও আগের গ্রাহকদের রাখা অর্থের সুদ এখনো দিচ্ছে সরকার। সেক্ষেত্রে এসব সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগ না থাকলেও সেখানে অতীতে গচ্ছিত অর্থের লাভ দিতে হচ্ছে সরকারকে।

যেসব সঞ্চয়পত্র বন্ধ করা হয়েছে সেগুলো হলো- প্রতিরক্ষা সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র, বোনাস সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, জামানত সঞ্চয়পত্র।

২০২১ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সঞ্চয় অধিদফতরের হিসাব থেকে জানা গেছে, বন্ধ হওয়া হিসাবগুলো থেকে কোনো নতুন জামানত না থাকলেও প্রতিরক্ষা সঞ্চয়পত্রে জানুয়ারি পর্যন্ত মুনাফা দিয়েছে সরকার। বাকিগুলোরও মেয়াদ অনুযায়ী মুনাফা দেয়া হচ্ছে।

বন্ধ থাকা সঞ্চয়পত্রের সুদের বিষয়ে সঞ্চয়পত্র অধিদফতরের উপ-পরিচালক রাজিয়া বেগম জাগো নিউজকে জানান, ইতোমধ্যে কয়েকটি সঞ্চয়পত্র বন্ধ করে দিয়েছে সরকার। যেসব সঞ্চয়পত্রের বিক্রি শূন্য সেগুলোই মূলত বন্ধ হয়ে গেছে। সেগুলোর সুদ সরকার দিচ্ছে। নতুন কোনো বিনিয়োগ সেখানে নেই।