• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্লাস্টিকের বিকল্প হতে পারে পাট: পরিকল্পনামন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হস্তশিল্পের প্রসার ঘটাতে হবে। হাতের কাজ করা যেকোনো জিনিস দেখতে সুন্দর লাগে। এ ধরনের জিনিস দেখলেই মন ভরে যায়। এটাই তো মূল শিল্প। আর এটা যদি পাটের হয়, তাহলে তো কথাই নেই। আমরা চাই পাট ফিরে আসুক। আর একটি দিক হলো, প্লাস্টিক আমাদের ভীষণ ক্ষতি করছে। পাটই এই প্লাস্টিকের বিকল্প হতে পারে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্টার্ন প্লাজার দ্বিতীয় তলায় জারমার্টজ লিমিটেডের পাটপণ্য বিক্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জারমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, চেয়ারম্যান ব্যারিস্টার নূর উল মতিন জ্যোতি এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহিন আনোয়ার প্রমুখ।

এম এ মান্নান বলেন, শুধু আমাদের নয়, সারা বিশ্বেই পাটশিল্প ছড়িয়ে দিতে হবে। প্লাস্টিকের ভালো বিকল্প হতে পারে পাট। আজকে যে বিক্রয়কেন্দ্র দেওয়া হয়েছে, এ ধরনের কাজে আমাদের সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী খুবই উৎসাহ দেন। আমরা এর জন্য নানা ধরনের সহায়তা দিচ্ছি।

‘আমরা চাই পাটের বহুমুখী পণ্য তৈরিতে প্রাইভেট সেক্টরগুলো এভাবে এগিয়ে আসুক। আমরা তাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেব,’ যোগ করেন মন্ত্রী।  

ইস্টার্ন প্লাজার ২/২৯ নম্বর দোকানে বহুমুখী পাটপণ্যের বিক্রয়কেন্দ্রে রয়েছে পাটের শাড়ি, পাটের তৈরি ব্যাগ, বাহারি ডিজাইনের টেবিল ম্যাট, বাস্কেট, গিফট আইটেমসহ নানা পণ্য। 

জারমার্টজের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান বলেন, আমরা পাটের বহুমুখী পণ্য রপ্তানি করি। আমরা চাই দেশের মানুষ পাটের পণ্যের ব্যবহার বাড়াক। এটা আমাদের প্রথম বিক্রয়কেন্দ্র। পর্যায়ক্রমে গুলশান, বনানীসহ প্রতিটি জেলায় জারমার্টজ লিমিটেডের শোরুম নেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা সারাদেশে পাটের পণ্য ছড়িয়ে দিতে চাই।