• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি নেতৃত্বে করোনাকালে কেউ না খেয়ে মরেনি’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সুফল হচ্ছে মহামারী করোনার এ দূর্যোগে দেশে একজন লোকও না খেয়ে মরেনি, একজন লোকও না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে।

শনিবার (৪ জুলাই) তার নির্বাচনী এলাকা পিরোজপুরে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন ও টাকা এবং গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে টিন, টাকা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে তিনি এসব কথা বলেন এবং এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। আজ ২৫০ বান্ডিল ঢেউটিন, সাড়ে ৭ লাখ টাকা এবং ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হাকিম হাওলাদার। এসময় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, করোনায় কর্মহীনদের, বিদেশ থেকে ফেরত আসা কর্মজীবী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার খেটে খাওয়া মানুষদের খাবারের ব্যবস্থা, অর্থ প্রদানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো আজ হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ আজ বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে চলেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণের ফলে বাংলাদেশ সু-স্বাদু পানির মৎস্য উৎপাদানে এ বছর বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। এদেশের প্রায় ১ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা কার্যক্রমের আওতায় এনে তিনি বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছেন। করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে তিনি দেশবাসীকে উদ্ভুদ্ধ করতে সক্ষম হয়েছেন। যেকোন সমস্যা মোকাবেলায় তার নেতৃত্বাধীন সরকারের আগাম প্রস্তুতি রয়েছে। যেকারণে ঘুর্ণিঝড় আম্পান শুরু হওয়ার পূর্বেই ২৫ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা সম্ভব হয়েছে। 

মন্ত্রী বলেন, আগামী ১শ’ বছরের জন্য ডেলটা প্লান-২১০০ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। পিরোজপুরে গত দেড় বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আবাসন প্রকল্প, তার নির্বাচনী এলাকার সড়ক, কালভার্ট, ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের দিকে আলোকপাত করে মন্ত্রী বলেন, আগামীতেও এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।