• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

প্রতি পদক্ষেপে প্রশ্নবিদ্ধ বিএনপিকে আর ছাড় দিচ্ছে না শরিকরা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ মে ২০২১  

প্রায় ১৫ বছর ধরে চরম ব্যর্থতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও সফলতার মুখ দেখেনি বিএনপি। রাজপথ ছেড়ে এক সময় অনলাইন মিটিংয়ে বক্তব্য দিয়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেও এখন সে তৎপরতাও নেই বিএনপিতে। শুধু তাই-ই নয় নানা প্রশ্নবাণেও জর্জরিত হয়ে পড়েছে দলটি। 

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেছেন, বিএনপির কর্মীদের কোনো সমস্যা নেই, সমস্যা নেতাদের। তারা আন্দোলন সংগ্রামে ভয় পায়। এক সময় সীমাহীন দুর্নীতি করে অর্থ-বিত্তের যোগাড় করে বর্তমানে তারা আয়েশি জীবনযাপন করছে। মোট কথা মাঠের রাজনীতিতে তারা একেবারেই নেই।

তিনি বলেন, বিএনপির বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচনকালীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। কথা শোনাতে ছাড়ছে না শরিক দল এলডিপিসহ অন্যান্যরাও। এতে বিএনপি কোন দিকে যাবে তার কোনো দিশা খুঁজে পাচ্ছে না।

বিভিন্ন প্রশ্নবাণের সম্মুখীন হওয়া বিএনপির এমন পরিস্থিতির জন্য দলটির ও নেতাদের রাজনৈতিক চরিত্রকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিএনপি নির্দিষ্ট স্রোতে এগোতে ব্যর্থ হয়েছে। নির্দিষ্ট প্লাটফর্ম ধরে না এগিয়ে আলাদা আলাদা প্লাটফর্মে গিয়ে নিজের অবস্থান পোক্ত করতে গিয়ে দল ও শরিকদের মধ্যে বিভেদ তৈরি করেছে। ফলে কেউই দলটিকে আর ছাড় দিচ্ছে না। অর্থাৎ দলের নেতারা তাদের প্রতিটি পদক্ষেপেই প্রশ্নবিদ্ধ।

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপির পরাজয় মূলত কৌশলগত পরাজয়। তাদের সুদূরপ্রসারী পরিকল্পনায় ঘাটতি আছে। তারা আসলে স্রোতে ভেসে গেছে। যখন স্রোত যেদিকে গেছে বিএনপিও সেদিকে ভেসে গেছে। কিন্তু রাজনীতিতে টিকতে হলে সম্যক বিষয়ে জ্ঞান রাখা আবশ্যক। সবদিকে নজর রেখে সামনে এগোনো উচিত। যেখানে বিএনপি চরম ব্যর্থ। যার ফলে শরিক দল থেকে শুরু করে জোটের কাছে প্রশ্নবিদ্ধ। আর এ কারণেই তাদের খেসারত দিতে হচ্ছে এবং হবেও।