• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

প্রকৃতির অপরুপ স্বর্গরাজ্য সুন্দরবন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯  

প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ ও প্রাণবৈচিত্রের এক নান্দনিক প্রাকৃতিক সৌন্দার্যই হচ্ছে সুন্দরবন। বলা হয় প্রতি ২৪ ঘন্টায় ৬ বার সুন্দরবনের রুপ বদলায়।

পৃথিবী খ্যাত সুন্দরবনের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর পর্যটন মৌসুমে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করে এই সুন্দরবনে।

বনবিভাগের অনুমতি নিয়ে প্রতি পর্যটন মৌসুমে হাজার হাজার পর্যটক নান্দনিক কলাগাচিয়া ইকো পর্যটন কেন্দ্র, আকাশ লীনা ও সুন্দরবন পরিদর্শন করে। এইসব স্পট থেকে ছোট বড় ১৬টি নৌযানে পর্যটকরা যাতায়াত করে।

 

1.প্রকৃতির অপরুপ স্বর্গরাজ্য সুন্দরবন

যদিও পর্যটক বান্ধব যোগাযোগ, আবাসন, খাওয়া-দাওয়া, নৌযান ও অন্যান্য সুযোগ সুবিধার সংকট বিদ্যমান রয়েছে এখনো। তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যা পল্টন সংযোগ সড়কটি।কারণ এই সড়কটি বেশ ঝূঁকিপূর্র্ণ ছিল। যার কারণে পর্যটকরা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ত। হাতে-পায়ে ব্যাথা পাওয়া, সখের জিনিস নদীতে পড়ে যাওয়া ও পোশাক ছিঁড়ে যেত।

সম্প্রতি পর্যটকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা ও গুরুত্ব দিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির পল্টন সংযোগ সড়ক সংস্কার করেছে স্থানীয়রা ।সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম এবং স্থানীয় ট্রলার মালিক সমিতি অর্থ সহায়তা দিয়ে রাস্তাটি সংস্কার করেছে তারা ।

এ ব্যাপারে এফজি মো. আব্দুস সালাম বলেন, সড়কটি ঝূঁকিপূর্ণ থাকায় পর্যটকরা সমস্যায় পড়ত। স্থানীয়রা রাস্তাটি সংস্কার করায় বর্তমানে এই রুট দিয়ে প্রতিদিন শত শত মানুষ নিরাপদে সুন্দরবন ভ্রমণ করছে।

 

2.প্রকৃতির অপরুপ স্বর্গরাজ্য সুন্দরবন

সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক নাজমূস সাদাত পলাশ বলেন, সুন্দরবন পৃথিবীর সম্পদ। আমাদের অস্তিত্বের জন্য এই বনের সুরক্ষা জরুরি। আমরা বনের প্রাণ ও প্রকৃতি সুরক্ষায় কাজ করছি। পাশাপাশি সুন্দরবন ইকো পর্যটন সমৃদ্ধ করতে ছোট ছোট উদ্যোগ বাস্তবায়ন করে চলেছি। মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির পল্টন সংযোগ রাস্তা সংস্কার তারই অংশ।

সুন্দরবন পর্যটক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু বলেন, আমি প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন ভ্রমণে আসি। গত বছর মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির পল্টন সংযোগ সড়কটি ঝূঁকিপর্র্ণ থাকায় বেশ অসুবিধা হয়েছিল। এ বছর নিরাপদে শিক্ষার্থীদের নিয়ে নৌযানে উঠতে পেরেছি। স্থানীয়দের সড়ক সংস্কারের উদ্যোগ ক্ষুদ্র কিন্তু মহান। সবাই মিলে ছোট ছোট উদ্যোগ নিলে অবশ্যই সুন্দরবন পর্যটন সমৃদ্ধ হবে।

এ ব্যাপারে আবুল কাশেম হোটেলের ম্যানেজার রতন ব্যানার্জি বলেন, গত বছরের চাইতে এবার পর্যাটকদের সংখ্যা যথেষ্ট । আমাদের হোটেলে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন পর্যটক অবস্থান করে ।

 

3.প্রকৃতির অপরুপ স্বর্গরাজ্য সুন্দরবন

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি আবুল কালাম বলেন, এখানে আমরা নৌপুলিশ, টুরিস্ট পুলিশ ও শ্যামনগন থানার পুলিশ মিলে যৌথ ভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বদা তৎপর ।

এ সম্পর্কে শ্যামনগরের ইউএনও এস এম কামরুজ্জামান বলেন, কলাগাছি এলাকায় প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন মানুষ পর্যাটক আসে। এবং শুক্রবার ও শনিবার ছুটির দিন তিন থেকে চার হাজার পর্যাটকরা ভিড় জমায় । আর পর্যাটকদের নিরাপত্তার ব্যাপারে সার্বক্ষণিক তৎপর আমাদের প্রসাশন । যাতে মানুষ কোন প্রকার দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয় সে বিষয়েও আমার সতর্ক।

তিনি আরও বলেন, আকাশ লীনা, ইকো পার্ককে আরো সস্প্রসারিত করার জন্য পর্যটন কর্পোরেশন কতৃপক্ষের কাছে ২ কোটি টাকার একটি প্রকল্প প্রেরণ করেছি।