• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

রান্নাবান্না

পিঠা বানানোর কিছু টিপস।

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

কথায় বলে ‘‘বাঙ্গালীর বারো মাসে তের পার্বণ’’ সে পার্বণ যেন পরিপূর্ণতা লাভ করে শীতের পিঠা পূলীতে। এখন প্রকৃতি জুড়ে শীতের মিঠে আমেজ। নতুন ধান আর খেজুর গুড়ে ঘরে ঘরে সমারোহ পিঠা-পূলীর। কিন্ত্ত অনেকেরই নাকি পিঠা ভাল হয়না। আবার নতুন রাধুনী যারা তারাও অনেক সময় হিমশিম খেয়ে যান পিঠা বানাতে গিয়ে। তাই আজ আপনাদের জন্যে থাকছে পিঠা বানানোর কিছু টিপসদিচ্ছি ছোট খাট কিন্ত্ত দরকারী কিছু তথ্য যা অনুসরণ করলে পিঠা ভাল হতে বাধ্য।

 

১।   শুকনো চালের গুড়া দিয়ে পিঠা বানাতে অনেকেই হিমশিম খেয়ে যান। এক কাজ করুন পিঠা বানানোর ৩/৪ ঘন্টা আগে ব্যাটার বানিয়ে রেখে দিন। তারপর বানান পিঠা ভাল হবে।

 

২।   চালের গুড়ার কাই দিয়ে পিঠা বানাতে গেলে অনেক সময় পিঠা ফেটে যায়। চালের গুড়ার সঙ্গে ১/৪ ভাগ ময়দা এ্যাড করে পিঠা বানান। পিঠা আর ফাটবে না।

 

৩।   মহা ভেজালের এ যুগে দুধে খেজুরের গুড় মিশালে ফেটে যায়। এ ঝামেলা এড়াতে সামান্য পানিতে গুড় গলিয়ে রাখুন। আলাদা দুধ জ্বাল দিয়ে নিন। এবার ২ টিকেই ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় মিশান। তারপর মৃদু আঁচে আবার জ্বাল দিয়ে রেডি করে নিন। দুধ ফাটবে না।

 

৪।   পিঠা বা রুটির জন্যে চালের গুড়ার মন্ড বানাতে অনেকেই হিমশিম খান। হাত ভিজিয়ে চালের গুড়া চেপে চেপে বড় বলের মত বানান। ফুটন্ত পানিতে এই বল ছেড়ে চুলার আঁচ কমিয়ে ১০ মিনিট রাখুন। এবার নেড়ে ঠান্ডা করে মথে কাই বানান। পিঠা বা রুটি খুব ভাল হবে।

 

৫।   পিঠা ভাজার সময় তেলে ১ টেবিল চামচ ঘি দিয়ে ভাজুন। আবার সিরাতেও ১ টেবিল চামচ ঘি ব্যবহার করুন। পুরো পিঠাতেই সুন্দর ঘি’য়ের গন্ধ পাবেন।

 

৬।   ভাপা পিঠা বানাতে সিদ্ধ চালের গুড়া ব্যবহার করুন। পিঠা ভাল হবে। দীর্ঘ সময় নরমও থাকবে।

 

৭।   মাংস বা ভর্তা দিয়ে খাওয়ার চিতই পিঠা বানাতে আতপ চালের গুড়ার সঙ্গে অর্ধেক পরিমান সিদ্ধ চালের গুড়া দিয়ে বানান। পিঠা টেষ্টি হবে, নরমও থাকবে অনেক সময়।

 

৮।   ময়দা দিয়ে পিঠা বানাতে চাইলে ময়দা পানি, লবণ, ঘি দিয়ে মথে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ১/২ ঘন্টা। তারপর আবার মথে বানান। পিঠা ভাল হবে।

 

৯।   পাটিশাপটা পিঠা বানাতে চালের গুড়ার সঙ্গে কিছুটা ময়দা ও ১টি ডিম দিয়ে ব্যাটার বানান। পিঠা ভাঙ্গবে না খেতেও সুস্বাদু হবে।

 

১০।  পিঠা ভাজা তেল ছেঁকে নরমাল ফ্রিজে রেখে দিন। পরে সাধারণ রান্নায় ব্যবহার করে ফেলতে পারবেন।

 

১১।  চালের গুড়া বেশী করে ভাঙ্গিয়ে রোদে দিয়ে ভাল করে শুকিয়ে এয়ার টাইট কৌটায় রেখে দিন। পরে অনেক দিন ব্যবহার করতে পারবেন।

 

১২।  শীতের সিজনে ভাল খেজুর গুড় কিনতে পাবেন। এ সময়ে বেশী করে গুড় কিনে বক্স ভরে ডিপে রাখুন। বছর ভরে রান্নায় ব্যবহার করতে পারবেন।

 

১৩।  ভাপা পিঠা বানাতে সাদা কাপড় বা পুরান নরম কাপড় ব্যবহার করুন। নতুন রংগীন কাপড় ব্যবহার করলে কাপড়ের রং উঠে পিঠায় লাগতে পারে।

 

১৪।  নকশী পিঠা বানিয়ে হালকা ভেজে রোদে শুকিয়ে কৌটা ভরে রেখে দিতে পারেন। পরে যে কোন সময় আবার ভেজে সিরা মাখিয়ে নিলেই খেতে পারবেন।

 

১৫।  দুধ জ্বাল দিয়ে ক্ষিরসা বানানো মহা ঝামেলার কাজ। অল্প তরল দুধের সঙ্গে গুড়া দুধ গুলিয়ে সহজেই ক্ষিরসা বানাতে ব্যবহার করতে পারেন। সময় এবং কষ্ট লাঘব হবে।