• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

পাল্টে যাচ্ছে বাকেরগঞ্জ উপজেলার দৃশ্য

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

শেখ হাসিনা সেনা নিবাস, পায়ড়া সেতু, তুলাতলী সেতু, গোমা সেতু সহ একাধীক প্রকল্প বাস্তবায়নে কর্মসংস্থান সহ জীবনমানের উন্নয়ন হয়েছে স্থানীদের।কবির ভাষায়  ধান, নদী, খাল এই তিনে বরিশাল, বরিশালের দক্ষিনের নদী বেষ্টিত উপজেলা বাকেরগঞ্জ।নদী’ই যেখানে গতি পথে বাধা তৈরী করে।

স্বাধীনতা পরবর্তি তেমন কোন উন্নয়ন হয়নি এ অঞ্চলে। তবে বর্তমান শেখ হাসিনা সরকার যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীন অবকাঠামো উন্নয়নে আনছে আমুল

পরিবর্তন।

বরিশাল পটুয়াখালী মহা সড়কে বাকেরগঞ্জের লেবুখালীতে পায়ড়া নদীর তীড়ে নির্মিত হয়েছে দেশের অন্যতম শেখ হাসিনা সেনা নিবাস। একই স্থানে নির্মানাধীন রয়েছে ১ হাজার ২২ কোটি টাকা ব্যায়ে ১৪শত ৭০ মিটার দীর্ঘ এবং ১৯.৭৬ মিটার প্রস্ত দেশের প্রথম ফোর লেন বক্স গাডার দৃষ্টি নন্দন সেতু।পর্যটনের কথা মাথায় রেখেই পায়ড়া সেতু হবে নান্দনিক ডিজাইনের। নদীর দুই পাড়ের সব কটি পিলার নির্মান ইতোমধ্যে শেষ হয়েছে। পায়ড়া নদীর গতি স্বভাবিক রাখতে নদীর মাঝখানে থাকবে মাত্র একটি স্তম্ভ।অপরদিকে বাকেরগঞ্জের অভ্যান্তরে সাহেবগঞ্জ পয়েন্টে তুলাতলী নদীতে ৫২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মান হয়েছে ৪৪০ মিটার দীর্ঘ পিসি গাডার ব্রীজ।

যা বাকেরগঞ্জকে সংযুক্ত করেছে বিচ্ছিন্ন ১০টি ইউনিয়নের সাথে। এতে কলসকাঠী,গারুড়িয়া, দূর্গাপাশা, ফরিদপুর ইউনিয়নের লক্ষাধীক মানুষের যাতায়েত সহজ করেছে।
নির্মান কাজ চলমান রয়েছে দুধল ইউনিয়নের গোমা নদীতে ৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বরিশাল তথা বাকেরগঞ্জের পূর্বাঞ্চলের মানুষের স্বপ্নের গোমা সেতু।যা বরিশাল সহ ঢাকার সাথে সড়ক যোগাযোগে বাকেরগঞ্জের উত্তর পূর্বাঞ্চালের মানুষের বৈপ্লবীক পরিবর্তন আনবে বলে জানায় এলাকাবাসী।এছাড়াও গ্রামীন সড়ক, ব্রীজ, কালর্ভাট নির্মন হয়েছে অনেক। এলাকাবাসী সরকারের এমন উন্নয়নে ধন্যবাদ জানিয়েছে প্রধান মন্ত্রীকে।উপজেলার ভরপাশা ইউনিয়নে সেনা নিবাস ও পায়ড়া সেতু নির্মান হওয়ায় স্থানীয়লোকদের কর্মসংস্থান সহ যায়গা জমির দাম বেড়েছে বলে জানান স্থানীয় ইাউপি চেয়ারম্যান আসাদ খান।সরকারের অসমাপ্ত কাজ সম্পন্ন সহ আরো কয়েকটি সেতু নির্মানের কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান
রতনা। দক্ষিনে পায়ড়া সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র থাকায় বাকেরগঞ্জেবাসীর জন্য অপেক্ষা করছে অপার সম্ভাবনা। চলমান কাজগুলো শেষ হলে যাতায়েত জীবনমান ও অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন ঘটবে বাকেরগঞ্জের মানুষের ।