• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাট রফতানি জাতীয়করণের সিদ্ধান্ত

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ মে ২০২০  

অবশেষে স্বাধীন বাংলায় পাট নিয়ে সরকারি নীতি ঘোষণা করা হয়। এতে বলা হয়, চাষিদের স্বার্থে পাটের ন্যায্যমূল্য বেঁধে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু থেকেই বড় শিল্প জাতীয়করণের উদ্যোগ নেওয়ার বিষয়ে নানা কর্মসূচির কথা উল্লেখ করে আসছিলেন। এ নিয়ে বেশ সমালোচনা হলেও তিনি জাতীয়করণকে জরুরি মনে করে পদক্ষেপ নিচ্ছিলেন। পাটের ক্ষেত্রেও সেটি কার্যকর করার কথা বলা হয়।

বাংলাদেশ সরকার পাটের রফতানি বাণিজ্য জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে বলে ১৯৭২ সালের ৩১ মে’র সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। পহেলা জুলাই থেকে তা কার্যকর হবে। বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকী নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে ভাষণকালে এসব সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকী বলেন, ‘শিগগিরই পাট রফতানি করপোরেশন গঠন করা হবে। এই করপোরেশনের মাধ্যমে বিদেশে  পাট রফতানি করা হবে। করপোরেশনে থাকবেন একজন সার্বক্ষণিক চেয়ারম্যান ও তিন জন পরিচালক।’ করপোরেশনের কার্যাবলী ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রফতানি বাণিজ্যের যাবতীয় লেনদেন করবে রফতানি করপোরেশন।’

১৯৭২ সালের ৩১ মে’র দৈনিক বাংলাবেসরকারি পাট রফতানিকারক বা সরকারের ব্যবসা সংক্রান্ত অন্য কোনও সংস্থা বিদেশি ক্রেতাদের সঙ্গে কোনও যোগাযোগ ও ব্যবসা সংক্রান্ত লেনদেন করতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়।  তবে পার্টির বর্তমান রফতানিকারকরা করপোরেশনের এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন।  করপোরেশন বিদেশি ক্রেতাদের সঙ্গে রফতানির কথাবার্তা চূড়ান্ত করে রফতানিকারকদের কোটা নির্ধারিত করে দেবে এবং  সেই কোটা অনুযায়ী তারা করপোরেশনের মাধ্যমে পাট রফতানি করবে।

এম আর সিদ্দিকী বলেন, ‘করপোরেশনের নামে এজেন্টরা বিদেশে রফতানি করবেন।  রফতানি পণ্যে করপোরেশনের মার্কা থাকবে এবং রফতানি সংক্রান্ত ব্যাপারে বিদেশি ক্রেতাদের কোনও ন্যায়সঙ্গত দাবি উঠলে তার দায়িত্ব বর্তাবে করপোরেশনের ওপর। পরে অবশ্য করপোরেশনের কাছে সংশ্লিষ্ট এজেন্টকে তার জন্য দায়ী হতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সরকার পাট চাষিদের স্বার্থের দিকে লক্ষ্য রাখবে। পাটের ন্যায্য মূল্য বেঁধে দেওয়া হবে এবং পাট চাষিরা যেন ন্যায্যমূল্য পেতে পারেন তার কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গাতে ক্রয়কেন্দ্র থেকে সরকারি সংস্থাগুলো পাট থেকে কিনবে। এতে চাষিরা সরাসরি এদের কাছে পাট বিক্রয় করে ন্যায্যমূল্য পেতে পারবেন। এছাড়া, একর প্রতি পাটের উৎপাদন বৃদ্ধি করে সরকার চাষিদের খরচ কমানোর সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয়করণের উদ্দেশ্য ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ব্যবসা জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। এটি সার্বিকভাবে জাতীয়করণের পথে প্রথম পদক্ষেপ।’

বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন প্যারিসের ট্রান্সফিউশন হাসপাতালের পরিচালক রেনে তাজকক এদিকে ৩১ মে’র দৈনিক বাংলায় প্রকাশিত সংবাদে বলা হয়, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুটি গ্রন্থ উপহার দেওয়া হয়। গ্রন্থগুলো হলো— ‘রক্তাক্ত বাংলাদেশ ও বৌদ্ধসমাজ’ এবং ‘স্যাক অব বুদ্ধিস্ট ইন ইস্ট বেঙ্গল’। উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামে দেশের সমর্থন আদায়ের জন্য এই গ্রন্থ দুটো লিখেন সঞ্জয় বড়ুয়া। একই দিনে প্যারিসের ট্রান্সফিউশন হাসপাতালের পরিচালক রেনে তাজকক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে দৈনিক বাংলায় (৩১ মে) ছবি প্রকাশিত হয়। তার সঙ্গে ছিলেন ফরাসি রাষ্ট্রদূত পিয়েরে মিলে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির সহকারী প্রশাসক ম্যাকডোনাল্ড ঘোষণা করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ কোটি ডলার অর্থাৎ ৬৬ কোটি টাকা সাহায্যের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ও  মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত প্রথম চুক্তির কথা ঘোষণা করা হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে পরিকল্পনা কমিশনের সেক্রেটারি গোলাম রাব্বানী স্বাক্ষর করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশে জাতিসংঘের ত্রাণ কর্মসূচির মাধ্যমে আরও ৭৭ কোটি ডলার মূল্যের খাদ্যশস্য সরবরাহ করছে।’ তিনি আরও তথ্য প্রকাশ করেন যে, আরও অতিরিক্ত চার কোটি ডলার মঞ্জুরি সম্পর্কে মার্কিন সাহায্য কর্মসূচি ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হতে পারে।