• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পদ্মার কুমির ভেসে এলো পুকুরে!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

রাজাহীর চারঘাট উপজেলায় পুকুর থেকে একটি মিঠা পানির কুমির উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দু’টি দল যৌথভাবে চেষ্টা চালিয়ে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়।

বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা পুকুরে কুমিরটি দেখতে পান। তারা কুমিরটিকে মাথা উঁচু করে পাড়ের দিকে আসতে দেখেন। খবর পেয়ে দুপুরে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে কুমিরটি জীবন্ত উদ্ধার করেন তারা।

বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। এটি পদ্মানদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে পুকুরে ডাঙায় চলে এসেছে বলে ধারণা করছেন তারা। পরে এসে পুকুরের পানিতে নেমেছে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নাজমুল হক বলেন, কুমির ডাঙায় চলে আসার খবর শুনে তাৎক্ষণিক সময়ে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরে জানানো হয়। তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। কুমিরটি বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।