• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নৌকার গণজোয়ারে দিশেহারা বিএনপি প্রার্থী: তাপস

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

 

নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের ইসলামি মার্কেটের সামনে নির্বাচনী প্রচারণাকালে তাপস এসব কথা বলেন। 
ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। আমরা যেখানে যাচ্ছি ভোটারদের স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। আর নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন দিশেহারা হয়ে পড়েছেন।’
ইশরাকের প্রচারে হামলা প্রসঙ্গে তাপস বলেন, ‘সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পাঁয়তারা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে।’
ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জনমনে শংকা আছে কি না জানতে চাইলে তাপস বলেন, ‘ইভিএম ভোট দেওয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শংকা নেই। তারা এটি সাদরে গ্রহণ করেছে।’
আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাপস। বলেন, ‘জয়যুক্ত হলে সর্বাধুনিক ঢাকা গড়ে তুলে সবধরনের নাগরিক সেবা প্রদান নিশ্চিত করা হবে। আর অবকাঠামোগত সব ধরনের উন্নয়নসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।’
এ সময় তাপস আওয়ামী লীগ সমর্থিত ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসানসহ আশপাশের ওয়ার্ডগুলোর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চান তাপস।
ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় ও নগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা উপস্থিত ছিলেন।