• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নেপালের উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদানে রাষ্ট্রপতির আশ্বাস

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপালের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ‘সমৃদ্ধ নেপাল, সুখী নেপাল’ রূপকল্প পূরণে বাংলাদেশ সহায়তা প্রদানে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাইওয়ালি আজ সন্ধ্যায় নেপাল সফররত রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমানে ৪ দিনের সফরে নেপাল অবস্থান করছেন।
নেপাল সরকারের প্রতি আস্থা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে দেশটি প্রকল্প বাস্তবায়নে সফল হবে।
শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণ এবং সফলভাবে ২০১৭ সালে ৩ পর্যায় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি নেপালের জনগণ ও রাজনৈতিক নেতাদেরকে অভিনন্দন জানান।
ঐতিহাসিক সম্পর্কের কারণে বাংলাদেশ নেপালকে খুবই গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, কাঠমান্ডু মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে পারে।
রাষ্ট্রপতি হামিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি নৈতিক ও মানবিক সমর্থনের জন্য নেপালের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১২ ও ২০১৩ সালে নেপালের ১১ জন বিশিষ্ট রাজনৈতিককে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা প্রদানের কথা উল্লেখ করেন।
বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালী ছাত্র-ছাত্রীদের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ মেয়াদী ভিত্তিতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যায় পরিণত হচ্ছে। সকলের বৃহত্তর স্বার্থে এ সমস্যার সমাধান করতে হবে।
তিনি বিদ্যমান সহযোগিতায় আরও গতি সঞ্চার করতে নেপাল ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ে নিয়মিত সফর বিনিময়ের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী এ সফরের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ এবং নেপাল ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে ও এক সঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।