• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে: আইজিপি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। বুধবার (২২ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করছি, আগামী যে কয়দিন আছে, উৎসবমুখর ও সুন্দর পরিবেশ বজায় থাকবে। সে জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। সুন্দর ও চমৎকার একটি পরিবেশ বজায় রাখার জন্য ডিএমপিসহ গোয়েন্দা সংস্থা কাজ করছে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। ভোটার এবং প্রার্থীদের আস্থা অর্জনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করছি, এটি শেষ পর্যন্ত বজায় থাকবে।

জাবেদ পাটোয়ারী বলেন, প্রার্থীরা যেভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন। আশা করি বাকি দিনগুলোও এইভাবে উৎসবমুখর ও সুন্দর পরিবেশ বজায় থাকবে। এজন্য আমরা সবাই নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ গোয়েন্দা সংস্থা ভোটের পরিবেশ সুন্দর রাখতে কাজ করে যাচ্ছেন।

এখন পর্যন্ত বড় ঘটনা ঘটেনি উল্লেখ করে পুলিশের আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ভোটার ও প্রার্থীদের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। আমি মনে করছি এটি শেষ পর্যন্ত আমরা বজায় রাখতে পারব।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।