• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নামাজের অনন্য ৫ উপকারিতা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

 

নামাজ ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি। একজন ব্যক্তি মুসলমান হওয়ার পর প্রথম যে কাজটি তার ওপর ফরজ (অত্যাবশ্যক) হয়, তা হলো নামাজ। এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। (সহিহ মুসলিম, হাদিস নং ১৩৪) সুতরাং মুসলমান হিসেবে নামাজ আদায় করা আমাদের সকলের কর্তব্য।

নামাজ শুধু আবশ্যিক কর্তব্যই নয়, পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিকতার দিক থেকেও নামাজের বিভিন্ন উপকারী প্রভাব আছে। তন্মধ্যে পাঁচটি উপকারিতা এখানে উল্লেখ করা হলো-

১. আত্মোপলব্ধি ও অন্তরের শান্তি অর্জন।
প্রত্যেক জীবিত আত্মারই আধ্যাত্মিক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণ না হলে কোনো ব্যক্তিই অন্তরে শান্তি লাভ করতে পারে না। নামাজের মাধ্যমে ব্যক্তি তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ফলে আধ্যাত্মিক চাহিদা পূরণের মাধ্যমে একদিকে যেমন সে অন্তরের শান্তি অর্জন করে, অপরদিকে নিজের অস্তিত্ব সম্পর্কে যথাযথ উপলব্ধি লাভ করতে পারে। হজরত আবু মুসা আল-আশয়ারী (রা.) থেকে বর্ণিত, এক হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে না, উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত ও মৃতের মধ্যে যে পার্থক্য।’ (সহিহ বুখারি ও মুসলিম)

২. দাসত্ব থেকে মুক্তি দানকারী।
নামাজ মানুষকে বস্তু জগতের সকল প্রকার দাসত্ব ও বন্দিত্ব থেকে মুক্তি দান করে। ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেছেন, আসল বন্দি সে, যার অন্তর তার প্রভুর জন্য বন্ধ থাকে এবং আসল দাস সে ব্যক্তি যার অন্তর তার ইচ্ছা-আকাঙ্ক্ষার দাস।

৩. নৈতিকতার মূলভিত্তি।
নামাজ একজন ব্যক্তির মধ্যে নৈতিকতার ভিত্তি তৈরি করে দেয়। কোনো ব্যক্তি যদি যথাযথ নামাজ আদায় করে, তবে নৈতিক গুণাবলী তার মাঝে সহজেই বিকশিত হওয়ার সুযোগ পাবে।

৪. ঈমানের নবায়নকারী।
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আমরা যদি দৈনিক পাঁচবার আল্লাহকে স্মরণ করি, তবে আমরা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা। সারাদিন ইচ্ছায়-অনিচ্ছায় যত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, নামাজের মাধ্যমে আমরা সেসব থেকে মুক্তি লাভ করতে পারি। তাই নামাজের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে প্রতিনিয়ত নবায়ন করে নিতে পারি।

৫. সম্প্রীতির শিক্ষা।
নামাজের জামাতে ধনী-গরিব, সাদা-কালো একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। কোনোপ্রকার বৈষম্যের ধারণা নামাজের জামাতে কাজ করে না। সকলেই এক আল্লাহর বান্দা হিসেবে নামাজ আদায় করে। জামাতে নামাজের এই ব্যবস্থা থেকে আমরা একতার ধারণা ও ভ্রাতৃত্বের শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিক নিয়মে নামাজ আদায় করার তাওফিক দিন। আমিন।