• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে, পানী সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ মার্চ ২০১৯  


 মেঘনার কড়াল ঘ্রাশে ক্ষতবিক্ষত হিজলা উপজেলার বিভিন্ন এলাকার মেঘনা নদীর ভাঙ্গন কুল পরিদর্শন শেষে জনতার উদ্দেশ্যে পানী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম ভারাক্রান্ত মনে বলেন, এখানকার নদী ভাঙ্গনে ব্যপকতায় নিস্ব মেঘনা পাড়ের জনপদ গুলো, আমি হিজলার নদী ভাঙ্গন রোধের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে বলে আস্বস্থ করেন। এসময় বক্তব্য রাখেন হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের ভাগ্য উন্নয়নের রুপকার স্থানীয় সাংসদ পংকজ নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, বরিশাল নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার, সহকারী পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, জেলা পরিষদের সদস্য দলিলুর রহমার সিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম উপস্থিত হওয়ার সাথে সাথেই খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর একটাই ধ্বনি ছিল আমরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই. আমাদের বাচাঁন। উপজেলার পুরাতন হিজলা, বাউসিয়া, হরিনাথপুর ভাঙ্গনকুলে সমবেত হয় হাজার হাজার জনতা।

হিজলায় আগের ভাগে স্কুল ছুটি ক্ষুব্দ অভিবাবকরা
হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার ৩১ নং পত্তনীভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনই নির্ধারিত সময়ের পূর্বে স্কুল ছুটি হওয়ায় ক্ষুব্দ ছাত্র অভিবাবকরা। সরোজমিনে গিয়ে অভিবাবকের সাথে আলাপ করে জানাযায় সরকারের নির্ধারিত সময় হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু কোনদিন সকাল ১০টার আগে ক্লাস শুরু হয় না আবার ২টা থেকে ৩টার মধ্যে ছুটি দেয়া হয়। এ নিয়ে কয়েকবার অভিবাবকদের সাথে শিক্ষকদের কথার কাটাকাটি হয়েছিল তাতেও কোন কাজ হয়নি। নামপ্রকাশে অনেচ্ছুক একাধিক ছাত্র অভিবাবরা বলেন দীর্ঘ দিন যাকত বিদ্যালয়টি অনিয়নের মধ্য দিয়ে চলছে আমরা যদি কিছু বলতে যাই তাহলে এর প্রভাব আমাদের ছাত্রদের উপর পরবে।  ২ মার্চ বিকাল ৩ টার দিকে হিজলার কয়েকজন সংবাদকর্মী বিদ্যালয়ের সামেনে দিয়ে যাওয়ার সময় স্কুল বন্ধ দেখে প্রধান শিক্ষক সাহিদা বেগমের নিকট বিদ্যালয় বন্ধ কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার বাড়ির পাশে একটি অনুষ্ঠানে দিয়েছি। আনান্য শিক্ষকরা কেন নেই বিষয়টি এরিয়ে গিয়ে বলেন আমি স্কুল ছুটি দিতে বলিনি। একজন অভিবাবক উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গাফফারকে অবহিত করলে তিনি তাক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেয়ার সত্যতা স্বীকার করে বলেন শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী কবির বলেন আমি কয়েকবার তাদেরকে সতর্ক করে দিয়েছি। তবে আজকের বিষয়টি আমার জানানেই।