• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ছাড় চলতি মাসেই

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

নতুন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হচ্ছে। আর চলতি মাসেই এসব প্রতিষ্ঠানের এমপিও ছাড়ের নির্দেশনাও দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাচাই-বাছাই শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যে ফাইল প্রস্তুত করে সচিবের কাছে উপস্থাপন করা হবে। ফাইল চূড়ান্ত হওয়ার পর এমপিও ছাড়ের নির্দেশনা দেওয়া হবে। এ মাসের মধ্যেই সব কাজ শেষ করা হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও এমপিও তথ্য যাচাই-বাছাই কমিটির সদস্য অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে পারবো।’ যাচাই-বাছাই চূড়ান্ত করা ফাইল অনুমোদন করবেন সচিব, উপমন্ত্রী ও মন্ত্রী। এরপর প্রতিষ্ঠানের এমপিও ছাড়ের আদেশ জারি হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগও যাচাই-বাছাই শেষ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যাচাই-বাছাই কমিটির সদস্য ও কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (ভোকেশনাল) কবির আল আসাদ বলেন, ‘যাচাই-বাছাই শেষ হয়েছে। মন্ত্রী অনুমতি দিলে ফাইল উপস্থাপন করা হবে। একদিনের মধ্যেই সব কাজ শেষ করা যাবে।’

দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর গত বছরের ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

এমপিওভুক্তির আদেশে বলা ছিল—যেসব তথ্যের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেসব তথ্য ভুল বা অসত্য প্রমাণ হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তথ্যের সঠিকতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও আদেশ কার্যকর হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশের পর অভিযোগ উঠে অনেক ‘অযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান’ তালিকাভুক্ত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত বছরের ১২ নভেম্বর নতুন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে একটি কমিটি গঠন করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ১৪ নভেম্বর আরও একটি কমিটি গঠন করে। দশ সদস্যের ওই কমিটিতে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকে প্রধান করা হয়।

যেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে সমলোচনা ছিল সেগুলো তালিকা থেকে বাদ পড়বে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব  মোমিনুর রশিদ আমিন বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর যাচাই-বাছাইয়ের রিপোর্ট মাউশিতে পাঠালে জানা যাবে।’