• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

তারেক রহমানের প্রশংসা করায় রিজভীর ওপর ক্ষেপে গেলেন মির্জা ফখরুল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

তারেক রহমানের প্রশংসা করায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর চড়াও হয়ে ধমক দিয়ে হতাশা ও ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতাদের বরাতে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১৬ই আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই দলের কাণ্ডারি, তারুণ্যের প্রতীক হচ্ছেন তারেক রহমান। এ কথা বিএনপির প্রত্যেক সমর্থক বিশ্বাস করেন। আমি এ কথা বলার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল আমাকে ধমক দিয়ে বসলেন। তারেক রহমানের প্রতি মির্জা ফখরুলের এমন অশ্রদ্ধা দেখে ঘটনাস্থলে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি। রুহুল কবির রিজভী অতিরিক্ত চিৎকার দিয়ে শ্লোগান দিচ্ছিলো, যা ছিলো অত্যন্ত বিরক্তিকর। তাই আমি তাকে থামতে বলি। শুনছি, রুহুল কবির রিজভী সবাইকে বলে বেড়াচ্ছে আমি তাকে বকা দিয়েছি। বিষয়টি মোটেও সত্য নয়।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খালেদা জিয়ার জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এক মাস আগে। কিন্তু তিনি আসতে দেরি করেন। এর ফাঁকে আমরা কেক কেটে ফেলি। যা মেনে নিতে পারেননি মির্জা ফখরুল। আর এ সময় রিজভী ভাই বক্তৃতা দেয়া শুরু করলে একটু পর ক্ষিপ্ত হয়ে মির্জা ফখরুল রিজভী ভাইয়ের উপরে চড়াও হয়ে বসেন। কিন্তু কেন ধমক দিলেন, আমরা তা জানি না। তবে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়।