• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিজিটাল উপায়ে সামাজিক বেষ্টনীর ভাতা প্রদান বিষয়ক কর্মশালা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ডিজিটাল উপায়ে সামাজিক বেষ্টনীর ভাতা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আজ বুধবার উপজেলার বাকাল, গৈলা ও রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও  উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মো.শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ প্রমুখ।

কর্মশালায় বসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা সাংবাদিকদের বলেন, উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৯হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত রয়েছে। এই কার্যক্রম শুরু হলে ভাতাভোগীদের আর লাইনে দাড়িয়ে টাকা তুলতে হবে না। হাতের ছাপের মাধ্যমে মাত্র ৩মিনিটেই একজন ভাতাভোগী টাকা তুলতে পারবেন। কোন ভুয়া ভাতাভোগী থাকবে না। শারীরিকভাবে অক্ষম ভাতাভোগী চাইলে বাড়িতে বসে ভাতার টাকা তুলতে পারবেন। ভাতাভোগীদের মধ্যে থেকে কেহ মারা গেলে তাদের ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে নতুন করে তালিকা তৈরী করা হয়। উপজেলার ভাতা প্রাপ্তদের তালিকা ডিজিটালের আত্ততায় আনার জন্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর পূর্বে রাজিহার ও বাগধা ইউনিয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভাতাপ্রাপ্ত গনি হাওলাদার জানান, সরকার আমাদের জন্য যে কাজটি করছে তা ভাল করেছে। আমাদের সুবিধা হবে ভাতার টাকা তোলার জন্য। এখন আর ব্যাংকে গিয়ে লাইনে দাড়াতে হবে না। যে কোন স্থানে গিয়ে টাকা তুলতে পারবো। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনা করছি।