• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

টাইগারদের সিরিজ পরাজয় ঠেকানোর লড়াই আজ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

স্বল্প পুঁজি নিয়ে লড়েও শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজের ১-০ তে পিছিয়ে টাইগাররা। ফলে, প্রথম ম্যাচের ভুলগুলো কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই ফিরতে চান মাহমুদুল্লাহরা। 

সে লক্ষ্যেই আজ শনিবার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। 

এর আগে দীর্ঘ ১২ বছর পাকিস্তানের মাটিতে খেলতে নেমে শুরুতেই উইকেট না হারালেও রানের চাকা ছিল অনেক ধীর গতির। ফলে, সে প্রভাব শেষ পর্যন্ত পড়েছে শেষের দিকে। যার কারণে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪১ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। 

৪২ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানেই আউট হয়ে যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এরপর দলীয় ৩৫ রানে হাফিজও ফিরে গেলে জয়ের স্বপ্ন জাগে টাইগার শিবিরে। কিন্তু টাইগারদের সব স্বপ্নে পানি ঢেলে দেন এক শোয়েব মালিক। অভিজ্ঞ এ ব্যাটসম্যানের ফিফটিতেই হেরে সিরিজ শুরু করে বাংলাদেশ। 

শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন মালিক। মূলত শোয়েবের এ দায়িত্বশীল ব্যাটিংই ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। তিন বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় পায় স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।  

ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়েও অধিনায়ক মাহমুদুল্লাহ ম্যাচ হারার পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। বলেছেন, শীর্ষ দলের বিপক্ষে জিততে হলে অন্তত আরও ১৫ রান যোগ করতে পারলে ম্যাচের ফলাফল ঘুরে যেত। যা আমরা সামনের ম্যাচগুলোতে করতে চাই।
 
প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রথম ধাপে এদিন থেকে শুরু হলো টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।