• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

অবশেষে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টি বাগড়ায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর অবশেষে টসের পর্ব শেষে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। 

সন্ধ্যা ৭টায় মাঠ পরিদর্শনে যাওয়ার পর ম্যাচ শুরুর পরবর্তী সময় জানানোর কথা ছিল ম্যাচ আম্পায়ারদের। কিন্তু বৃষ্টি বাগড়ায় ফের পিচ ঢাকা হয়। ফলে পিছিয়ে গেল টস। এরপর সাড়ে ৭টার দিকে টসের সময় জানানো হয় পৌনে আটটায়। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয়েছে ১৮ ওভারে।

সকাল থেকেই মিরপুরে ভারি বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকেই বৃষ্টিপাত কমতে শুরু করে। এরপর বিকেল সাড়ে ৪টায় বৃষ্টি পুরোপুরি থেমে যায়। কিন্তু আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় টসে বিলম্ব হচ্ছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও জিম্বাবুয়ের।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ পরাজয় ও আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট হারের পর বিধ্বস্ত অবস্থায় আছে স্বাগতিক বাংলাদেশ। তেমনি দুঃসময় পাড়ি দিচ্ছে জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট বোর্ড রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছে। সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজটি দুই দলের জন্যই দুঃস্মৃতি ভোলার উপলক্ষ।

অন্ধকারে নিমজ্জমান জিম্বাবুয়ে ক্রিকেটের ভবিষ্যৎ। তবুও তারা সায় দিয়েছে বাংলাদেশে আসার। অবশ্য জিম্বাবুয়ের বিপদে হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। যিনি এই সিরিজ শেষে ইতি টানবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। 

মূল লড়াইয়ে নামার আগে দুর্দান্তভাবে প্রস্তুতি সেরেছে জিম্বাবুয়ে। মাসাকাদজারা প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বিসিবি একাদশের বিপক্ষে।  

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের কাছে সবচেয়ে পরিচিত জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে এই পযর্ন্ত দু’দল মুখোমুখি হয়েছে ৯ বার। তার মধ্যে ৫ বার জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ে জিতেছে ৪ ম্যাচ। শেষ দু’বারের সাক্ষাতে জিতেছে জিম্বাবুয়ে।