• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনে ইন্টারপোলের সাবেক প্রধানের সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

ফ্রান্সের লিঁওভিত্তিক আন্তর্জাতিক পুলিশ বিষয়ক সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউআইকে ঘুষ গ্রহণের দায়ে মঙ্গলবার ১৩ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দৈনিক গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মেং হোংউআই ছিলেন ইন্টারপোলের প্রথম চীনা প্রধান। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজের কয়েকদিন পর মেং হোংউআইকে আটকে রাখা হয়েছে বলে নিশ্চিত করে চীন। বেইজিং তখন জানায়, আইনভঙ্গের কারণে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করছে।

রায়ে আদালত জানান, মেং এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, মেং দুই মিলিয়ন মার্কিন ডলার ঘুষগ্রহণের কথা স্বীকার করেছেন। চীনের উত্তর-পূর্বের তানজিন শহরের নম্বর ওয়ান ইন্টারমেডিয়েট আদালত ইন্টারপোলের সাবেক ওই প্রধানকে দুই মিলিয়ন ইউয়ান (চীনা মুদ্রা) জরিমানাও করেছেন।

ইন্টারপোলের প্রথম চীনা প্রধান হিসেবে মেং হোংউআইয়ের ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু ইন্টারপোল তখন জানায়, মেংয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার কয়েকদিন পর তারা প্রেসিডেন্টের পদত্যাগপত্র পেয়েছে। শর্ত অনুসারে দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াংকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করেছে তারা।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানায়, ইন্টারপোল প্রধান তার ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এছাড়া সরকারি তহবিল থেকে অর্থ নিয়ে নিজের পরিবারের বিলাসবহুলে জীবনযাপনের পেছনে ব্যয় করেছেন। যা দেশটির কমিউনিস্ট পার্টির নীতিবিরোধী ও এর প্রতি স্পষ্ট অসম্মান।

কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণী ওয়াচডগ সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনসপেকশন (সিসিডিআই) জানায়, আটকের পর মেংকে দল থেকে বহিষ্কার করা ছাড়াও সরকারি সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গত বছর মেং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে।

তবে তার স্ত্রী, যিনি এখন রাজনৈতিক আশ্রয়ে ফ্রান্সে বসবাস করছেন, তিনি জানান তার স্বামীর বিরুদ্ধে চীন সরকার যে অভিযোগ তুলেছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওেই দুর্নীতিবিরোধ অভিযান নিয়ে অনেক সমালোচকের বক্তব্য, দলের প্রতিদ্বন্দ্বী নেতাদের মুখ বন্ধ করতেই তিনি এই কাজ করছেন।