• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

গৌরনদীতে করোনা নিয়ে গুজব, দুই নারীসহ আটক ৬

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

বরিশালের গৌরনদী উপজেলায় করোনাভাইরাস নিয়ে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুই নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত থেকে বুধবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী (ইউএনও) ইসরাত জাহান তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।

আটকরা হলেন- উপজেলার উত্তর বিজয়পুর বাদামতলা মসজিদের মুয়াজ্জিন আল মামুন সরদার (৩০), বার্থী কলেজের প্রভাষক সালমা আক্তার (৫৫), গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (৩৩), সাবেক সেনা সদস্য সিরাজুল ইসলাম (৪৫) চরগাধাতলী গ্রামের গৃহিণী দিপালী দেবনাথ (৩৩) ও কাদের মোল্লা (২১)।

এদের মধ্যে মুয়াজ্জিন আল মামুন সরদার মসজিদের মাইকে এবং অন্যরা ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজন ছড়ান।

স্থানীয় সূত্রে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার অধিকাংশ মসজিদ থেকে একযোগে মাইকে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সেনাবাহিনী রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত হেলিকপ্টার থেকে জীবানুনাশক স্প্রে করবে। ওই সময়ের মধ্যে কেউ ঘরের বাইরে বের হবেন না। ঘরের বাইরে কাপড় থাকলে তা দ্রুত ঘরে নিয়ে যান। এ ছাড়াও বাসা-বাড়ির সকল দরজা জানালা বন্ধ রাখবেন।

বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা মসজিদের মাইক থেকে এ ধরনের প্রচার শুনেছেন। কিন্তু প্রথম কোন মসজিদের মাইক থেকে এটা প্রচার করা হয়েছে। তা কেউ বলতে পারেননি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ধরনের প্রচারণা চালানো হয়। তবে যারা গুজব প্রচার করেন তারা কিছুক্ষণ পরই ফেসবুক থেকে তা ডিলিট করে দেন।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, বিষয়টি নজরে আসলে রাতেই অভিযানে নামেন তারা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ছয়জনকে আটক করা হয়। এরপর আটকদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেন।