• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গবেষণার জন্য এ সরকার উন্মুখ হয়ে আছে : পরিকল্পনামন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

 

গরু কচুরিপানা খেতে পারলে মানুষ কেন পারবে না সে বিষয়ে গবেষকদের কাছে জানতে চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, কচুরিপানা নিয়ে আরও কিছু করার যায় কি না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন? এ বিষয়ে গবেষণা করতে তাগিদ দেন তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরডিএফ রিসোর্স ডেভেলপমেন্ট ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষি গবেষণায় অবদান রাখায় জন্য ড. শামসুল আলম এবং ড. এম এ রহীমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিকল্পনামন্ত্রী। এছাড়াও ৪ শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় আরডিএফ রিসোর্স ডেভেলপমেন্ট ফোরাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। আর সেখান থেকেই অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।

এম এ মান্নান বলেন, পোস্ট হারভেস্ট লস্ট বা উৎপাদন পরবর্তী খাদ্যের অপচয় কীভাবে কমানো যায়, এ বিষয়ে গবেষণা করুন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন, কেন বেশি গবেষণা হচ্ছে না। গবেষণার জন্য এ সরকার উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন। অনেকেই বলেন থাকেন, এত প্রতিষ্ঠান কেন? এটি ১৬ কোটি মানুষের দেশ। আনুপাতিক হিসাব করলে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, যে পর্যায়ে পশ্চিমারা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। মান নিয়ে অনেকের মতো প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে তার ধারণা, চাপের মুখে মানোন্নয়ন হবে।