• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খেলা হবে রাজকোটে, হাসছে সূর্য

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯  

শঙ্কার মেঘ কেটে গেছে। ঘূর্ণিঝড় ‘মহা’র কারণে খেলা হওয়া নিয়ে ভয় ছিল প্রায় সবার মনেই। কিন্তু বৃহস্পতিবার সকালের ঝকঝকে আকাশ বলে দিচ্ছে ম্যাচ নিয়ে শঙ্কা নেই। সকাল থেকেই রাজকোটের আকাশে ঝলমলে রোদ। তাই যথাসময়েই ম্যাচ আয়োজনের আশা করছে আয়োজকরা। ছবিতে রৌদ্রজ্জ্বল স্টেডিয়াম দেখে যে কারো মন খুশিতে ভরে ওঠার কথা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লি জয় সম্পন্ন। এবার রাজকোট জয়ের লক্ষ্যে প্রস্তুত টাইগাররা। তবে এর আগে ভয় হয়ে আসে আবহাওয়া পূর্বাভাস। সেখানে জানানো হয়, গুজরাটে আঘাত হানতে যাচ্ছে ঘুর্ণিঝড় মহা। যা পণ্ড করে দিতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। 

তীব্র ঘূর্ণিঝড় ‘মহা’ বুধবার রাতে দিউ এবং দ্বারকার মধ্যে দিয়ে গুজরাটের স্থলভাগে প্রবেশ করেছে। অবশ্য আরব সাগরেই ঘূর্ণিঝড়টি শক্তিক্ষয় করেছে। রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি। গুজরাটের রাজকোটে ঝড়ো বাতাসের দাপট কমলেও, ভারী বৃষ্টিপাত হয়েছে রাতভর। বৃহস্পতিবার সকাল থেকেই সূর্য হাসছে রাজকোটে। 

সূচী অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা অ্যাকুওয়েদার জানাচ্ছে, বৃহস্পতিবার দিনভর কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে রাজকোটের আকাশ। তবে সন্ধ্যার দিকে মেঘ কমা শুরু করবে।

 

 

এদিকে বুধবার রাতের বৃষ্টির কারণে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের আউট ফিল্ড পুরোটাই ঢেকে রেখেছিল কর্তৃপক্ষ। স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচটি আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

পিচ কিউরেটর মানসুকভাই টেরাইয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমাদের উন্নত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। সঙ্গে অভিজ্ঞ গ্রাউন্ড স্টাফও রয়েছেন। তারা যেকোনো জরুরি অবস্থায় দায়িত্ব নিতে সব সময় প্রস্তুত থাকেন। আমরা প্রার্থনা করছি যাতে বৃষ্টিপাত কমে যায়।

রৌদ্রজ্জ্বল এ আবহাওয়ার অপরিবর্তিত থাকলে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে আর ভয় নেই, এ কথা এখন বলাই যায়।