• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

খুলনায় বিএনপির কোন্দল এখন প্রকাশ্যে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ জুন ২০২০  

কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে খুলনা বিএনপির। দলের ভাবমূর্তি নষ্ট ও সংগঠন অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। এসব কিছু প্রকাশ্যে এসেছে দলটির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালনকে ঘিরে। করোনাকালীন সময় ত্রাণ ও সহায়তা বিতরণকে কেন্দ্র করেও ঘটেছে মারামারির ঘটনা।

গত ৩০ মে দলীয় কার্যালয়ের তালা ভেঙে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে খুলনা মহানগর বিএনপির একাংশ। ওই দিন দুপুরে মহানগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে একপক্ষ গ্রুপিং প্রকাশ্যের ইঙ্গিত দিলে আরেকপক্ষ বলছেন ‘ভুল বোঝাবুঝি’।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, খুলনা বিএনপির গ্রুপিং দীর্ঘদিনের। লকডাউনও এ গ্রুপিং দলটিকে এক করতে পারেনি। একটি পক্ষের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। তিনি মহানগর সভাপতি পদেও আছেন। তার সঙ্গে আছেন সাবেক সিটি মেয়র ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপি আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু।

আরেকটি পক্ষের নেতৃত্বে আছেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা মহানগর বিএনপির উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আজিজুল হাসান দুলু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু।

করোনা পরিস্থিতিতে দুই গ্রুপের বিরোধ থেমে থাকেনি। একপক্ষ আরেকপক্ষের শক্তি দেখাতে প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে সরব হওয়ার চেষ্টা করে। মঞ্জুর নেতৃত্বে থাকা নেতাকর্মীরা কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেয়। পরে কার্যালয়ে আসেন সাহারুজ্জামান মোর্ত্তজার নেতৃত্বে জাফরুল্লাহ খান সাচ্চু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলুরা। দোয়া মাহফিল ও খাবার বিতরণ করে চলে যান তারা। কার্যালয়ে তালা দেখে তারা ক্ষুব্ধ হন। তালা খুলে দেয়ার জন্য দলীয় কার্যালয়ের পিয়নকে বললে সে টালবাহানা শুরু করে। পরে তারা তালা ভেঙে দলীয় কার্যালয়ে দোয়া ও অফিসের নিচে খাবার বিতরণ করেন।

ক্ষুব্ধ নেতারা বলেন, নগর সভাপতির নির্দেশে অফিসে তালা দেয়া হয়েছিল। যাতে আমরা কর্মসূচি করতে না পারি। দলে একক আধিপত্য চলছে দীর্ঘদিন। এ অবস্থার অবসান না হলে সাধারণ কর্মীরা হতাশ হবে, দল আরো দুর্বল হবে।

দলটির নগর সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা বলেন, আমরা যখন স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে যাই, তখন কার্যালয়ে তালা দেয়া ছিল। নগর সভাপতি অফিসে তালা দিতে বলেছেন। কিন্তু কর্মীদের ইচ্ছেই আমরা তালা ভেঙে প্রতিষ্ঠাতার শাহাদাৎবার্ষিকী পালন করেছি। পরে আবার তালা কিনে দিয়েছি। এভাবে তালা দেয়া দু:খজনক।

অবশ্য নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিষয়টি স্রেফ ‘ভুল ঝোঝাবুঝি’। করোনা সংকট শুরুর পর থেকেই অফিস বন্ধ রয়েছে। জিয়াউর রহমানের শাহাদাৎবাষির্কীতেও তেমন কোনো কর্মসূচি ছিল না। শুধু পতাকা উত্তোলন হয়েছে। অফিস সহকারী তালা দিয়ে বাইরে চলে গিয়েছিল-এ জন্য এ ঘটনা ঘটেছে। এটা বিরোধ নয়।