• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে ধান কেনা বাড়াবে সরকার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

কৃষকরা যাতে ধানের যথাযথ দাম পান, সে জন্য সরকারিভাবে ধান কেনার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান কৃষিমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন।

কৃষিমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতো বেশি ধান কৃষকের কাছ থেকে কেনা যায়। গত বছর সরকার ৪ লাখ মেট্রিক টন ধান কিনেছিল। এবার ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে। কৃষকদের তালিকা করে খাদ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। লটারির মাধ্যসে কৃষক নির্বাচন করে তাদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। এবার যারা লটারিতে আসবেন না, আগামী বোরো মৌসুমে তাদের কাছ থেকে ধান কেনা হবে। আবার এবারে যারা লটারিতে আসবেন পরেরবার তারা পাবেন না। আগামীতে কৃষকদের কাছ থেকে আরও বেশী পরিমাণ ধান কেনা হবে বলে জানান মন্ত্রী।  

এদিন বাজারে সবজির অতিরিক্ত দামের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, সবজির দাম এবার তুলনামুলকভাবে একটু বেশি। আসলে এক দিকে আমরা বলছি কৃষক দাম পাচ্ছে না, আবার দাম একটু বেশি হলে সমালোচনা হয়। দাম কমে গেলে কৃষক ন্যায্যমূল্য পান না, আর দাম বেড়ে গেলে গরীব মানুষ কিনতে পারেন না। 

‘আসলে আমাদের দেশে সবজি পরিবহনে খরচ বেশি। এই বিষয়টা একটা সমাধানে নিয়ে আসা দরকার। এই দুই অবস্থার সমন্বয় করতে হবে। যাতে কৃষকও দাম পান, আবার সাধারণ মানুষের কাছেও দাম সহনীয় পর্যায়ে থাকে। তবে আমরা সবজির দাম স্বাভাবিক পর্যায়ে রাখার চেষ্টা করবো।’