• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

কুড়িগ্রামে ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারণা, আটক ২

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

কুড়িগ্রামের রাজারহাটে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জনতা। পরে আটকদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

আটকরা হলেন রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে রিপন সরকার, একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান আপেল।। 

রোববার রাতে প্রতারক রিপন সরকার, আতাউর রহমান আপেল ও মেহেদি হাসান শিলু ভুয়া ডিবি পুলিশ সেজে একই উপজেলার ডাংরারহাট বাজারে প্রবেশ করে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন না করার কারণ জানতে চেয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাদের ভয়ে লোকজন দোকান বন্ধ করে পালিয়ে যায়। 

এ সময় তারা দুটি ওয়ারলেস নিয়ে ওই বাজারের ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট জাহাঙ্গীরের দোকান প্রবেশ করে। জাহাঙ্গীরের অনুপস্থিতিতে ওই দোকানে অবস্থানরত তার ভাতিজা ফিরোজকে বলে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে দোকানের সমস্ত টাকা পয়সা নিয়ে  থানায় যেতে হবে। ফিরোজ তাদের সঙ্গে যেতে না চাওয়ায় ওই প্রতারক চক্র তাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। 

পরবর্তীতে এলকাবাসীর সন্দেহ হলে এক যুবক মোবাইল ফোনে রাজারহাট থানার ওসির কাছে বিষয়টি জানতে চান। ওসি এটি ভুয়া জানিয়ে বাজারে ডিবি পুলিশ পরিচয়দান কারীদের আটক করে রাখার কথা বলেন। পরে এলাকার কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে ডিবি পরিচয়দানকারীদের পিছু পিছু ধাওয়া করেন। 

স্থানীয় বাছড়া বাজারের কাছে পিছু নেয়া মোটরসাইকেলের আলো দেখে ডিবি পরিচয়দানকারীরা তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী রিপন ও আতাউর রহমানকে আটক করে। অপর প্রতারক মেহেদি হাসান পালিয়ে যায়।

বিষয়টি এলাকাবাসী থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাজাজ সিটি ১০০ মোটর সাইকেল উদ্ধার করেছে। ওই মোটরসাইকেলের মালিক রাজা মিয়াও প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে। 

সোমবার দুপুরে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, আটক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দান কারী দুই প্রতারকসহ জড়িতদের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।