• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুষ্ঠরোগীদের চাকরিচ্যুত না করে চিকিৎসা দেয়ার নির্দেশ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

কুষ্ঠরোগীদের অবহেলা না করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বুধবার) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগীর সংখ্যা শুণ্যের কোঠায় নামিয়ের আনার লক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। 

প্রতিবছর ৩ হাজার ৭২৯ জন নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এ রোগে আক্রান্তের হার কমবে। 

এ সময় তিনি আরো বলেন, কুষ্ঠ রোগ নির্মূলে সরকার এরমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে সবচেয়ে জরুরী হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের সমাজের মূলধারায় প্রতিষ্ঠা করতে হবে। কুষ্ঠরোগীদের চাকরিচ্যুত না করে চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দেশও দেন তিনি।

২০৩০ সালের মধ্যে দেশে কুষ্ঠ রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জাতীয় সম্মেলনের উদ্যোগ। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতীকী শাপলা হস্তান্তরের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুষ্ঠ রোগীদের অবহেলা না করে তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা দিলে কোন রোগী কুষ্ঠ রোগে আর পঙ্গুত্ব বরণ করবে না। প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় কুষ্ঠ রোগীর সংখ্যা বেশি দেখা যায়, সেখানে এখনই সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের প্রতিটি মানুষ এদের বিষয়ে দায়িত্ব নিলে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব হবে।

কোন প্রতিষ্ঠানে কুষ্ঠ রোগী থাকলে তাকে চাকরীচ্যুত না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিকিৎসার মাধ্যমে তাকে ভালো করে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুষ্ঠ রোগের ঔষধ আমদানিনির্ভর না থেকে দেশীয় ঔষধ শিল্প সংশ্লিষ্টদের উৎপাদন করে তা বিনামূল্যে বিতরণের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।